Wednesday, May 7, 2014

চ্যানেলে চ্যানেলে রবীন্দ্রজয়ন্তী

চ্যানেলে চ্যানেলে রবীন্দ্রজয়ন্তী
http://www.allbanglanewspapers.com/janakantha.html
স্টাফ রিপোর্টার ॥ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে দেশের বিভিন্ন চ্যানেল। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বিশেষ আলোচনা, সঙ্গীতানুষ্ঠান, নাটক, টেলিফিল্ম, নৃত্যানুষ্ঠান, বিশেষ গীতিনৃত্য, আবৃত্তি, তথ্যচিত্র, বিশেষ আড্ডানুষ্ঠান প্রভৃতি। দেশের চ্যানেলগুলোর রবীন্দ্রজয়ন্তীর বিভিন্ন আয়োজন নিয়ে এ প্রতিবেদন
মাছরাঙা টেলিভিশন : রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আজ সকাল ৯টা ২মিনিটে প্রচারিত হবে দুই বাংলার শীর্ষ শিল্পীদের অংশগ্রহণে রবীন্দ্রসঙ্গীতের আয়োজন ‘বাংলা গানের উৎসব’। এতে গান পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহিম হোসেন চৌধুরী, শামা রহমান, শ্রীকান্ত আচার্য্য, শুভমিতা, জয়তী চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়–য়া। সকাল ১০টায় প্রচার হবে অঞ্জন আইচের পরিচালনায় নাটক ‘শেষের রাত্রি’। সকাল ১১টায় প্রচারিত হবে শামীম আক্তারের প্রযোজনায় প্রামাণ্যচিত্র ‘রবীন্দ্রনাথের মৃণালিনী’। কাদেরী কিবরিয়ার একক সঙ্গীতানুষ্ঠান ‘দিনের শেষে ঘুমের দেশে’ প্রচারিত হবে সকাল ১১টা ৩০মিনিটে। প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম। রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে অনুনাটক ‘দেনা-পাওনা’ প্রচারিত হবে দুপুর ১২টা ১০মিনিটে। রবীন্দ্রনাথের পত্রাবলী নিয়ে অনুষ্ঠান ‘ইতি রবীন্দ্রনাথ’ প্রচারিত হবে দুপুর ১২টা ৩৫মিনিটে। ছায়ানটের পরিবেশনায় ‘সম্মিলনে রবীন্দ্রনাথ’ প্রচারিত হবে দুপুর ১টায়। চলচ্চিত্রে রবীন্দ্রনাথের গান নিয়ে ‘ফেয়ার এ্যান্ড লাভলী সিনেটিউন’ প্রচারিত হবে দুপুর ২টা ৩০মিনিটে। গৌতম কৈরীর পরিচালনায় নাটক ‘বাঁশি’ প্রচারিত হবে দুপুর ৩টায়। বিকেল ৪টায় প্রচারিত হবে প্রামাণ্যচিত্র ‘চলচ্চিত্রে রবীন্দ্রনাথ’। রাত ১২টায় সরাসরি অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’-তে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন নন্দিতা ইয়াসমিন।
এটিএনবাংলা : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে এটিএন বাংলা। এর মধ্যে আজ সকাল ৭টা ৩০মিনিটে প্রচার হবে ‘গল্প গানের আমন্ত্রণে’ সঙ্গীতানুষ্ঠানের বিশেষ পর্ব। সাগরিকা জামালীর উপস্থাপনা এবং সেলিম দৌলা খান ও লানা খানের প্রযোজনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন মিতা হক। অনুষ্ঠানে শিল্পী মোট ৪টি সঙ্গীত পরিবেশন করেছেন। সকাল ৯টা ১৫ মিনিটে প্রচার হবে ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘মেঘদূত’, পরিচালনা : নাহিদ রহমান। সকাল ১০টা ৩০মিনিটে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘তোমার খোলা হাওয়া’, পরিচালনা নাহিদ রহমান। বেলা ১২টা ১০মিনিটে প্রচার হবে নৃত্যাঞ্চল এর পরিবেশনায় বিশেষ গীতিনৃত্য ‘রাইকৃষ্ণ পদাবলী’ পরিচালনা : রুমানা আফরোজ। দুপুর ১টা ২৫মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’ উপস্থাপনা : ডা. অরূপ রতন চৌধুরী, পরিচালনা : জিললুর রহমান। বেলা ৩টা ১০মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা-পাওনা উপন্যাস অবলম্বনে টেলিফিল্ম ‘নিরুপমা’ চিত্রনাট্য : মিরন মহিউদ্দিন, পরিচালনা : সাদেক সিদ্দিকী। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে শিল্পী ইভা রহমানের পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘মনে কি দ্বিধা’। রাত ৮টায় প্রচার হবে রুকসানা কবীর কাকলীর উপস্থাপনা ও পরিচালনা বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘গীতি মঞ্জুরী’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন শাকিলা জাফর, রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মহম্মদ, অনিরুদ্ধ সেনগুপ্ত এবং ইভা রহমান। রাত ৮টা ৪৫মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে বিশেষ নাটক ‘মাল্যদান’, চিত্রনাট্য ও পরিচালনা অরুনা বিশ্বাস, অভিনয়ে অরুনা বিশ্বাস, শাসম সুমন, কাজী আসিফ, নীলা প্রমুখ। সর্বশেষ রাত ১০টা ৫৮ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে বিশেষ টেলিফিল্ম ‘সদর অন্দর’। চিত্রনাট্য ও পরিচালনা : গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে অপি করিম, রওনক হাসান, শ্যামল মওলা এবং আরও কয়েকজন থিয়েটার অভিনয়শিল্পী।
একুশে টেলিভিশন : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে একুশে টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে আজ সকাল ৭টা ৪৫মিনিটে প্রচার হবে বিশেষ একুশের সকাল। কাজী জাহিদের পরিচালনায় সকাল ৯টা ৩০মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘রবিবার’। বিশেষ এই নাটকটিতে অভিনয় করেছেন বিন্দু, রওনক হাসান। এরপর দুপুর ১২টায় প্রচার হবে বিশেষ একুশের দুপুর। আলভী হায়াত রাজের প্রযোজনায় বিকেল ৩টা ৩০মিনিটে প্রচার হবে বিশেষ তথ্যচিত্র ‘ভালবাসি ভালবাসি’। বিকেল ৪টা ৫মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সবারে করি আহ্বান’। বিকেল ৪টা ৩০মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘তোমার অসীম ধারা’। বিকেল ৫টা ৩০মিনিটে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘আনন্দোলোকে মঙ্গলালোকে’। সন্ধ্যা ৬টায় প্রচার হবে বিশেষ একুশের সন্ধ্যা। আলভী হায়াত রাজের প্রযোজনায় সন্ধ্যা ৬টা ৩০মিনিটে প্রচার হবে বিশেষ তথ্যচিত্র ‘জোড়া সাকর ঠাকুরবাড়ি’। রোকেয়া প্রাচী ও সুমনা সোমার যৌথ উস্থাপনায় এবং মরিয়ম মারিয়র প্রযোজনায় ‘অন্য রকম রবীন্দ্রনাথ’ প্রচার হবে রাত ৭টা ৫০মিনিটে। বাবুল আক্তারের প্রযোজনায় বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মায়াবন বিহারিণী’র প্রচার হবে রাত ৯টা ৩০মিনিটে। অঞ্জন আইচের পরিচালনায় রাত ১০মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ক্ষুদিত পাষাণ’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, জয়ন্ত চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।
জিটিভি : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আজ ২৫ বৈশাখ জিটিভি আয়োজন করেছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার। সকাল ৮টা ৩০মিনিটে প্রচারিত হবে শহিদুল ইসলাম সজীবের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘গীতমালিকার রবীন্দ্রজয়ন্তী।’ এইচ এ এম রাজনের প্রযোজনায় বিকেল ৪টা ৩০ মিনিটে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, গল্প নিয়ে বিশেষ আড্ডানুষ্ঠান ‘গল্প গানে রবীন্দ্রনাথ’। সাদী মোহাম্মদের উপস্থাপনায় এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- অনিমা রায়, নন্দিতা ইয়াসমিন এবং মহিউজ্জামান ময়না। বিকেল ৫টা ৩০ মিনিটে সোহেল রানার প্রযোজনায় প্রচারিত হবে ‘বিশেষ এই সন্ধ্যায়’। বন্যার উপস্থাপনায় এতে অতিথি হিসেবে কবিগুরু সম্পর্কে আলোচনা করবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তপন মাহমুদ। সন্ধ্যা ৬টায় রবীন্দ্রনাথ ঠাকুরের চলচ্চিত্রের গান নিয়ে বিশেষ ‘ছায়াছবির গান’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এইচ এ এম রাজন। রাত ৮টা ৪০মিনিটে প্রচার হবে বিশেষ প্রামাণ্য চিত্র ‘স্টোরি অব গীতাঞ্জলি’। রাত ৯টা ২০মিনিটে প্রচার হবে নজরুল ইসলাম খানের প্রযোজনায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সমুখে শান্তি পারাবার’।
দেশটিভি : রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন দেশ টিভি। এর মধ্যে অন্যতম অরূপ তোমার বাণী সুমনা সিদ্দিকীর প্রযোজনায় অনুষ্ঠানটি দেশ টিভিতে প্রচারিত হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। দেশ টিভির স্টাইল এ্যান্ড ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান স্টাইল এ্যান্ড ফ্যাশন প্রচার হবে আজ রাত ৮.১৫ মিনিটে। আমজাদ সুজনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জেবিন। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে দেশ টিভিতে সরাসরি প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘সার্থক জনম’। বুলবুল ইসলামের প্রযোজনায় সার্থক জনম অনুষ্ঠানটি সরাসরি প্রচার আজ রাত ৯টা ৪৫মিনিটে। এ অনুষ্ঠানে উপস্থাপনা এবং আবৃত্তি করবেন নিমা রহমান। সঙ্গীত পরিবেশন করবেন মিতা হক এবং মহিউজ্জামান চৌধুরী ময়না।
বাংলাভিশন : ‘রবীন্দ্রনাথের খোঁজে’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ। রেজওয়ানা চৌধুরী বন্যার একক সঙ্গীতানুষ্ঠান স্বপ্নচারিণী প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব। বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান দিন প্রতিদিনের বিশেষ আনন্দ আড্ডায় অতিথি হয়েছেন অনিমা রায়। সৈয়দা সাবরিনা সাবার উপস্থাপনায় বিশেষ এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ সকাল ৮.৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন খায়রুল বাবুই।

No comments:

Post a Comment