পায়ে ধরলেও বিজেপিকে সমর্থন নয় ॥ মমতা
মেটিয়াবুরুজে এদিন মমতা মোদির উদ্দেশে বলেন, ১৬০ আসন পাবেন তো। প্রধানমন্ত্রী হতে পারবেন তো। আজই জানিয়ে দিচ্ছি, পরে সমর্থনের জন্য আমার পায়ে এসে ধরলেও সমর্থন কিন্তু আপনি পাবেন না। সূত্র : ওয়েবসাইট
১৬ মে ই ভি এম খুললে চারদিকে জোড়া ফুল দেখতে পাবেন। আপনি, কংগ্রেস এবং সিপিএম চোখে সরষেফুল দেখবেন। মেটিয়াবুরুজে ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জির সমর্থনে এক বিশাল সমাবেশ করেন মমতা। এখানে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও বক্তব্য পেশ করেন। ছিলেন মেয়র শোভন চ্যাটার্জি, প্রার্থী অভিষেক ব্যানার্জি প্রমুখ। তিনি বলেন, মেটিয়াবুরুজে দর্জিদের অনেক সমস্যা রয়েছে। আমার ওপর আস্থা ও ভরসা রাখুন। মমতা বলেন, গার্ডেনরিচে ফ্লাইওভারের টেন্ডার হয়ে গেছে। পানীয় জলের প্রকল্পের কাজও শুরু হয়েছে। দিল্লীতে সরকার গড়তে তৃণমূলই রাস্তা দেখাবে। ববি বলেন, মমতা আমাদের পাহারাদার। কারও গায়ে হাত দিতে দেব না। বেহালায় মমতা বলেন, যদি মনে করতাম তাহলে মোদিকে বাংলায় সভা করতে দিতাম না। মেটিয়াবুরুজের আগে এদিন মমতা কাকদ্বীপ ও মহেশতলার বাটানগর নিউল্যান্ডের মাঠে জনসভা করেন। এদিন কাকদ্বীপ, মহেশতলায় মমতা বলেন, ‘আমি বাংলা ছেড়ে যাব না? আগামী দিনে কেন্দ্রের সরকার পরিচালনা করব এই বাংলা থেকে? এখন থেকে এ রাজ্যে কাজ করব সপ্তাহে ৬ দিন। আর বাকি একদিন ভাবব দেশের জন্য। কারণ দেশের মানুষ চাইছে তৃণমূলকে।’ এদিনও মমতা নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, ‘একজন এখানে উড়ে এসে জুড়ে বসতে চাইছেন।
বিবিসির আরেক উপস্থাপক শিশু ধর্ষণে অভিযুক্ত
১৩ ও ১৪ বছর বয়সী দুই মেয়েকে ধর্ষণের দায়ে বিবিসির সাবেক এক উপস্থাপককে অভিযুক্ত করেছে ব্রিটেনের একটি আদালত। প্রিস্টন ক্রাউন আদালতের পক্ষ থেকে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বিবিসির সাবেক উপস্থাপক স্টুয়ার্ট হল ১৯৭০-এর দশকে ওই দুই কিশোরীকে অতিরিক্ত মদ পান করিয়ে ধর্ষণ করেন। হল ম্যানচেস্টারে বিবিসি ভবনে তার স্টুডিও ড্রেসিংরুমে আলাদা আলাদাভাবে এই অপকর্ম সম্পাদন করেন। বহুবার এই ঘটনার পুনরাবৃত্তি করেন তিনি। সূত্র : ওয়েবসাইট
সরকারী কৌঁসুলিরা তার বিরুদ্ধে নিজের খ্যাতির অপব্যবহার করে আক্রান্ত কিশোরীদের পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতারও অভিযোগ আনেন। বুধবার ৮৪ বছর বয়সী হলকে কারাগার থেকে আদালতে নেয়া হয়। এর আগে অন্তত ১৩টি মেয়ের ওপর বলাৎকার চালানোর জন্য গত বছরের এপ্রিলে তাঁর ১৫ মাসের কারাদণ্ড হয় এবং তিনি কারাগারে সে শাস্তি ভোগ করছিলেন।
১৬ মে ই ভি এম খুললে চারদিকে জোড়া ফুল দেখতে পাবেন। আপনি, কংগ্রেস এবং সিপিএম চোখে সরষেফুল দেখবেন। মেটিয়াবুরুজে ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জির সমর্থনে এক বিশাল সমাবেশ করেন মমতা। এখানে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও বক্তব্য পেশ করেন। ছিলেন মেয়র শোভন চ্যাটার্জি, প্রার্থী অভিষেক ব্যানার্জি প্রমুখ। তিনি বলেন, মেটিয়াবুরুজে দর্জিদের অনেক সমস্যা রয়েছে। আমার ওপর আস্থা ও ভরসা রাখুন। মমতা বলেন, গার্ডেনরিচে ফ্লাইওভারের টেন্ডার হয়ে গেছে। পানীয় জলের প্রকল্পের কাজও শুরু হয়েছে। দিল্লীতে সরকার গড়তে তৃণমূলই রাস্তা দেখাবে। ববি বলেন, মমতা আমাদের পাহারাদার। কারও গায়ে হাত দিতে দেব না। বেহালায় মমতা বলেন, যদি মনে করতাম তাহলে মোদিকে বাংলায় সভা করতে দিতাম না। মেটিয়াবুরুজের আগে এদিন মমতা কাকদ্বীপ ও মহেশতলার বাটানগর নিউল্যান্ডের মাঠে জনসভা করেন। এদিন কাকদ্বীপ, মহেশতলায় মমতা বলেন, ‘আমি বাংলা ছেড়ে যাব না? আগামী দিনে কেন্দ্রের সরকার পরিচালনা করব এই বাংলা থেকে? এখন থেকে এ রাজ্যে কাজ করব সপ্তাহে ৬ দিন। আর বাকি একদিন ভাবব দেশের জন্য। কারণ দেশের মানুষ চাইছে তৃণমূলকে।’ এদিনও মমতা নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, ‘একজন এখানে উড়ে এসে জুড়ে বসতে চাইছেন।
বিবিসির আরেক উপস্থাপক শিশু ধর্ষণে অভিযুক্ত
১৩ ও ১৪ বছর বয়সী দুই মেয়েকে ধর্ষণের দায়ে বিবিসির সাবেক এক উপস্থাপককে অভিযুক্ত করেছে ব্রিটেনের একটি আদালত। প্রিস্টন ক্রাউন আদালতের পক্ষ থেকে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বিবিসির সাবেক উপস্থাপক স্টুয়ার্ট হল ১৯৭০-এর দশকে ওই দুই কিশোরীকে অতিরিক্ত মদ পান করিয়ে ধর্ষণ করেন। হল ম্যানচেস্টারে বিবিসি ভবনে তার স্টুডিও ড্রেসিংরুমে আলাদা আলাদাভাবে এই অপকর্ম সম্পাদন করেন। বহুবার এই ঘটনার পুনরাবৃত্তি করেন তিনি। সূত্র : ওয়েবসাইট
সরকারী কৌঁসুলিরা তার বিরুদ্ধে নিজের খ্যাতির অপব্যবহার করে আক্রান্ত কিশোরীদের পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতারও অভিযোগ আনেন। বুধবার ৮৪ বছর বয়সী হলকে কারাগার থেকে আদালতে নেয়া হয়। এর আগে অন্তত ১৩টি মেয়ের ওপর বলাৎকার চালানোর জন্য গত বছরের এপ্রিলে তাঁর ১৫ মাসের কারাদণ্ড হয় এবং তিনি কারাগারে সে শাস্তি ভোগ করছিলেন।
No comments:
Post a Comment