আপনি বাঘিনী আপনার পশ্চিমবঙ্গে কেন ধর্ষণ হচ্ছে?
মমতাকে মোদির কটাক্ষ
পরপর তিনটি সভায় আগাগোড়া সম্বোধন করে গেলেন ‘দিদি’ বলে। মুখে স্মিত হাসি ধরে রেখে বলে গেলেন, “দিদিকে আমি খুবই সম্মান করি।” কিন্তু হাসতেই হাসতেই বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর তরফে তীব্র আক্রমণ এল ‘দিদি’র জন্য! সারদা বা টেট-কেলেঙ্কারি নিয়ে আক্রমণ ছিল গত কয়েকটি সভাতেই। ভোট মৌসুমে তাঁর শেষ বাংলা সফরে নরেন্দ্র মোদির মুখে সেই সব প্রসঙ্গই থাকল। কিন্তু কটাক্ষের পারদ চড়ল কয়েক গুণ। সঙ্গে যোগ হলো রাজ্যে নারী নিগ্রহের বিষয়টি এবং অনুপ্রবেশকারী সংক্রান্ত মন্তব্যের জেরে তাঁর কোমরে দড়ি পরানোর যে কথা বলেছিলেন তৃণমূল নেত্রী, তার উত্তরে চোখা চোখা বাক্য। কৃষ্ণনগর এবং বারাসতের সমাবেশে মোদি সরব হন মূলত নারী নিগ্রহ নিয়ে। বলেন, “মা-বেটিদের সুরক্ষা দেয়া সরকারের কাজ। এখানে দিদির রাজত্ব। দিল্লীতে মা-বেটার রাজত্ব। মেয়েদের উপরে অত্যাচার কেন হচ্ছে দিদি? আপনি তো বাঘিনী!
-আনন্দবাজার পত্রিকা অনলাইন
যুদ্ধবিরতি চুক্তি ॥ বিদেশী জঙ্গীদের হোমস ত্যাগ
সিরিয়ার বিদেশী মদদপুষ্ট বিদ্রোহীরা সেদেশের মধ্যস্থলীয় হোমস শহর ত্যাগ করেছে। গত শুক্রবার সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে স্বাক্ষরিত এক যুদ্ধবিরতি চুক্তির আওতায় সরকারী বাসের দু’টি বহরে করে শত শত বিদ্রোহী বুধবার হোমস ত্যাগ করে। খবর ওয়েবসাইট
সিরিয়ার সেনাবাহিনীর অগ্রাভিযানের মুখে টিকতে না পেরে একসময় নিজেদের রাজধানী বলে দাবি করা হোমস শহর ত্যাগ করতে বাধ্য হলো বিদ্রোহীরা। গত তিন বছরেরও বেশি সময় ধরে তারা এ শহরটি দখল করে রেখেছিল। এ ঘটনাকে সিরিয়ার সেনাবাহিনীর জন্য বিশাল বিজয় বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা।
-আনন্দবাজার পত্রিকা অনলাইন
যুদ্ধবিরতি চুক্তি ॥ বিদেশী জঙ্গীদের হোমস ত্যাগ
সিরিয়ার বিদেশী মদদপুষ্ট বিদ্রোহীরা সেদেশের মধ্যস্থলীয় হোমস শহর ত্যাগ করেছে। গত শুক্রবার সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে স্বাক্ষরিত এক যুদ্ধবিরতি চুক্তির আওতায় সরকারী বাসের দু’টি বহরে করে শত শত বিদ্রোহী বুধবার হোমস ত্যাগ করে। খবর ওয়েবসাইট
সিরিয়ার সেনাবাহিনীর অগ্রাভিযানের মুখে টিকতে না পেরে একসময় নিজেদের রাজধানী বলে দাবি করা হোমস শহর ত্যাগ করতে বাধ্য হলো বিদ্রোহীরা। গত তিন বছরেরও বেশি সময় ধরে তারা এ শহরটি দখল করে রেখেছিল। এ ঘটনাকে সিরিয়ার সেনাবাহিনীর জন্য বিশাল বিজয় বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা।
No comments:
Post a Comment