Saturday, May 3, 2014

বাগেরহাটে রোগী দেখার কথা বলে পল্লী চিকিৎসক অপহরণ নোয়াখালীতে ব্যবসায়ী ও যাত্রাবাড়ীতে স্কুলছাত্র উদ্ধার

বাগেরহাটে রোগী দেখার কথা বলে পল্লী চিকিৎসক অপহরণ
নোয়াখালীতে ব্যবসায়ী ও যাত্রাবাড়ীতে স্কুলছাত্র উদ্ধার
জনকণ্ঠ ডেস্ক ॥ বাগেরহাটে রোগী দেখার কথা বলে এক পল্লী চিকিৎসককে অপহরণ করা হয়েছে। অপহরণের পর তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে অপহরণের ২৪ ঘণ্টা পর আবুল বাসার (৪০) নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জে অপহরণ ঘটনা নিয়ে চলা উত্তেজনার মধ্যে জেলার ফতুল্লা থেকে অপহরণের ১৩ ঘণ্টা পর আবির আলম (১০) নামে এক স্কুলছাত্রকে ঢাকার যাত্রাবাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শীতলক্ষ্যা নদী থেকে এক ভাসমান যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে অনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। কুড়িগ্রামে এনজিও কর্মকর্তা অপহরণ ঘটনায় দুই পুলিশ সদস্য গ্রেফতার হলেও এখনও এক পুলিশ সদস্য পলাতক রয়েছে। এ ঘটনায় জেলাজুড়ে তোলপাড় চলছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার।
বাগেরহাট
৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে জেলার শরণখোলায় শামীম রেজা নামের এক পল্লী চিকিৎসককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে রোগী দেখার কথা বলে ডেকে নিয়ে তাকে অপহরণ করা হয় বলে শামীমের আত্মীয়রা জানান। এ ঘটনায় শামীমের ভাগ্নে সাইফুল ইসলাম শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। শনিবার সকালে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনের স্ত্রী কাজল বেগম ও শ্বশুর হোসেন আলীকে আটক করে। অপহৃত পল্লী চিকিৎসক শামীম রেজা (৩৩) পটুয়াখালীর কলাপাড়া এলাকার নতুনপাড়া গ্রামের বাসিন্দা। সে শরণখোলা উপজেলার তাফালবাড়ী বাজারে পল্লী চিকিৎসক হিসেবে চিকিৎসাসেবা দিত।
থানায় সাধারণ ডায়েরির পর শামীমের মোবাইল দিয়ে তার ভাগ্নে সাইফুল ইসলামের মোবাইলে (০১৯৬৪৫০০৮৬৬) অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোঃ সালেক জানান, অপহরণের ঘটনা জানার পর থানা পুলিশ অপহরণকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে।
নোয়াখালী
বেগমগঞ্জে অপহরণের ২৪ ঘণ্টা পর অপহৃত ব্যবসায়ী আবুল বাসারকে (৪০) উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধারকৃত আবুল বাসারের ভাই আবুল হাসেম বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় পুলিশ বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের দক্ষিণ অভিরামপুর গ্রামের নুর মোঃ চৌধুরীর ছেলে আব্দুল (২৮) ও জগদীশপুর গ্রামের আবুল হোসেনের স্ত্রী ও অপহরণকারী ফরহাদ হোসেনের মা বেবী বেগমকে (৪৮) আটক করেছে। মামলায় এই দুইজনসহ ৫ জনকে আসামি করা হয়।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের উত্তর আলাইয়াপুর (হরিভল্লবপুর) গ্রামের বাড়ির সামনে চা দোকান থেকে অপহৃত হন আবুল বাসার। খবর পেয়ে শুক্রবার বিকেল থেকে শুরু হয় বেগমগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশী অভিযান। রাতভর পুলিশের নানামুখী তৎপরতায় অবশেষে বাসারকে বাংলাবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ
সদর উপজেলার ফতুল্লা থেকে অপহরণের ১৩ ঘণ্টা পর আবির আলম (১০) নামে এক স্কুলছাত্রকে যাত্রাবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। শুক্রবার রাতে যাত্রাবাড়ী মমিনবাগ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ইসমত আলী জীবন, জব্বর আলী, মনির ও মেহের আলী। অপহরণকৃত আবির আলম নারায়ণগঞ্জ সদর উপজেলার মধ্য রসুলপুর এলাকার নূর আলমের ছেলে। সে পাগলা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
অপহৃত স্কুলছাত্রের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে তার বাড়ির পাশে ক্রিকেট খেলার সময় স্কুলছাত্র আবির আলমকে তাদের আত্মীয় ইসমত আলী ওরফে জীবন বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে তার মা আয়েশা বেগমের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে হত্যার পর লাশ গুম করা হবে বলে হুমকি দেয়। মোবাইল ফোনের সূত্র ধরে শুক্রবার রাতেই স্কুলছাত্র আবির আলমকে যাত্রাবাড়ী থেকে উদ্ধার করা হয়।
রূপগঞ্জ
শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাগুনচর এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান মিয়া জানান, বেলা ১১টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাগুনচর এলাকার শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওসি আরও জানান, এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার মাথায় জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন পূর্বে দুর্বৃত্তরা তাকে হত্যার পর শীতলক্ষ্যা নদীতে ফেলে যায়।
কুড়িগ্রাম
কুড়িগ্রামে পুলিশ সদস্যদের হাতে এনজিও কর্মকর্তা অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় ২ পুলিশ সদস্য গ্রেফতার হলেও পলাতক রয়েছে আরও এক সদস্য। এ ঘটনায় তোলপাড় চলছে সারা জেলায়। পুলিশ সদস্যরা বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়ায় সাধারণ মানুষও আতঙ্কিত হয়ে পড়েছে। শুক্রবার রাতে অপহৃত এনজিও কর্মকর্তা মাইদুলের ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়। তবে পুলিশের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের বিষয়ে ৩ দিনেও মুখ খোলেনি পুলিশ প্রশাসন। শনিবার অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক সভায় পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু বলেন, পুলিশ সদস্যরা অপরাধে জড়িয়ে পড়লে কোন প্রকার শৈথল্য প্রদর্শন করা হবে না, কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

No comments:

Post a Comment