Saturday, May 3, 2014

আগে কথায় কথায় সি বি আই চাইতেন মমতা, এখন সারদায় নয় কেন? মানিক

আগে কথায় কথায় সি বি আই চাইতেন মমতা, এখন সারদায় নয় কেন? মানিক

গৌতম মণ্ডল ও গৌতম চক্রবর্তী


‘বি জে পি এবং কংগ্রেস আধুলির এ-পিঠ আর ও-পিঠ৷‌ অর্থনীতি ও দুর্নীতির ক্ষেত্রে দু’জনেই সমান৷‌ কোনও পার্থক্য নেই৷‌’ শুক্রবার যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে গড়িয়ায় এক জনসভায় এরকমই মম্তব্য করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা সি পি এম পলিটব্যুরো সদস্য মানিক সরকার৷‌ অন্যদিকে বৃহস্পতিবার সন্ধেয় মথুরাপুর কেন্দ্রের প্রার্থী রিঙ্কু নস্করের সমর্থনে মন্দিরবাজারের লক্ষ্মীকাম্তপুর বাজারে এক সভায় তিনি প্রশ্ন তোলেন, ‘বিরোধী থাকার সময় মমতা ব্যানার্জি সব ঘটনায় সি বি আই তদম্তের দাবি জানাতেন৷‌ আর আজ রাজ্যের বৃহত্তম সারদা কেলেঙ্কারি নিয়েও সি বি আই তদম্তে কেন রাজি হচ্ছেন না মমতা? মাওবাদী-তৃণমূল যোগ নিয়েও সরব হন মানিক৷‌ সরাসরি মাওবাদীদের সঙ্গে সম্পর্ক আছে বলে জানিয়ে মানিকের তোপ, ‘সারা দেশের আজকে বড় সমস্যা মাওবাদী ও বিচ্ছিন্নতাবাদী শক্তি৷‌ অথচ, এই রাজ্যে মাওবাদীদের সরাসরি সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল৷‌ আজ জঙ্গলমহলে সেদিনের মাও নেতারা সরাসরি তৃণমূলের হয়ে কাজ করছেন৷‌ এভাবে হয়ত কিছুদিন ক্ষমতায় থাকা যায়, কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ৷‌’ মানিক বলেন, ‘তৃণমূল নেত্রী এক হাতে কংগ্রেস, অন্য হাতে বি জে পি-কে নিয়ে চলছেন৷‌ নির্বাচনের পর সুযোগ বুঝে দুই দলে যাওয়ার পথ খোলা রাখছেন৷‌ এখন উনি বি জে পি-র সঙ্গে গড়াপেটা করে বিরোধিতা করছেন৷‌ কিন্তু আমরা, বামপম্হীরা সমমনোভাবাপন্ন দল নিয়ে তৃতীয় বিকল্পের কথা বলছি৷‌ আমাদের বিশ্বাস, কংগ্রেস বা বি জে পি নয়, তৃতীয় বিকল্প সরকার গড়বে৷‌’ গড়িয়ার সভায় বলেন, এর আগে বি জে পি ক্ষমতায় এসেছিল, কোনও দিশা দেখাতে পারেনি৷‌ এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন নির্ণায়ক শক্তি হবেন, কিন্তু তিনি বি জে পি, কংগ্রেস দুই আমলেই মন্ত্রী হয়েছিলেন৷‌ কিছুই করে দেখাতে পারেননি৷‌ মমতা তলায় তলায় বি জে পি-র হাত ধরে রয়েছেন৷‌ কৌশলে বি জে পি-কে আক্রমণ করছেন৷‌ বৃহস্পতিবার সভায় কাম্তি গাঙ্গুলি বলেন, ‘চিটফান্ড নিয়ে মুখ খোলায় আজ আমাদের দলের দুই নেতা গৌতম দেব ও সুজন চক্রবর্তীকে পুলিসের নোটিস পাঠানো হয়েছে৷‌ তৃণমূল নেত্রী প্রতিহিংসাপরায়ণ হয়ে এই কাজ করেছেন৷‌ ’ এদিন উপস্হিত ছিলেন প্রার্থী রিঙ্কু নস্কর ও স্হানীয় নেতৃবৃন্দ৷‌
Aajkaal: the leading bengali daily newspaper from Kolkata

No comments:

Post a Comment