Saturday, May 3, 2014

মমতা: কাউকে সারদার টাকা হজম করতে দেব না

মমতা: কাউকে সারদার টাকা হজম করতে দেব না

বুদ্ধদেব দাস, মেদিনীপুর


Aajkaal: the leading bengali daily newspaper from Kolkata
২ মে– ‘কাউকে সারদার টাকা হজম করতে দেব না৷‌ সারদা-কাণ্ডে কাউকে ছাড়া হবে না৷‌ সব কেসের বিচার এখানেই হবে৷‌’ শুক্রবার মেদিনীপুর কলেজ ময়দানে প্রার্থী সন্ধ্যা রায়ের সমর্থনে নির্বাচনী সভায় এ-কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷‌ তিনি বলেন, ‘সি বি আই, সি বি আই বলে চিৎকার করা হচ্ছে৷‌ সি বি আই নেতাই-মামলায় কী করল? ৩ বছর ধরে ফেরার ৫ সি পি এম নেতাকে হায়দরাবাদ থেকে ধরে আনল সি আই ডি৷‌ সি বি আইয়ের সঙ্গে কি ওই নেতাদের বন্ধুত্ব হয়ে গিয়েছিল? আমি বাজে কথা বলি না৷‌ রাজনৈতিক আলোচনা হোক৷‌ কাজ নিয়ে সমালোচনা হোক৷‌ তা না করে সকাল থেকে রাত একটা সরকারের বিরুদ্ধে লাগাতার কুৎসা, ষড়যন্ত্র করে বেড়াচ্ছে সি পি এম-কংগ্রেস৷‌ সব চুপচাপ সহ্য করছি৷‌ কেউ কেউ এমন ভাব করছেন যেন ভাজা মাছ উল্টে খেতে জানেন না৷‌ সব কেসের বিচার হবে৷‌ তখনই বোঝা যাবে৷‌ আগে মেদিনীপুর আসতে লোকে ভয় পেতেন৷‌ ভাদুতলা, শালবনি, লালগড়, এনায়েতপুর, কেশপুর, সবং, পিংলা, গড়বেতা, চমকাইতলা– সব এলাকাকে সন্ত্রস্ত করে রেখেছিল সি পি এম৷‌ এখন শাম্তি ফিরে এসেছে৷‌’ মমতা আরও বলেন, ‘টলিউড কেনার টাকা তৃণমূলের নেই৷‌ বি জে পি টাকা দিয়ে বলিউড আর টলিউডকে কিনতে চেয়েছিল৷‌ পারেনি৷‌ কিনতে টাকা লাগে না৷‌ ভালবাসা চাই৷‌ উত্তমকুমার, সুচিত্রা সেন, মান্না দে-র জন্যে সি পি এম কী করেছে? এখন শিল্পী, বিনোদন-জগতের মানুষ যোগ্য সম্মান পাচ্ছেন৷‌ আমি আছি আর সকাল থেকে রাত পর্যম্ত কাজ করি বলে আড়াই বছরে বাংলাকে ঘুরে দাঁড় করিয়েছি৷‌ ৩৫ বছরে সি পি এম একটি বিশ্ববিদ্যালয় করেছে৷‌ আমি ৮টি বিশ্ববিদ্যালয় করেছি৷‌ ৪৫টি কলেজ হয়েছে৷‌ ২৫৬টি মা ও শিশু-সুরক্ষা কেন্দ্র হয়েছে৷‌ ৫৭ লক্ষ সংখ্যালঘুকে ঋণ দেওয়া হয়েছে৷‌ গুজরাট সরকার গরিব মানুষজনের জন্য ৫০০ কোটি টাকা খরচ করে৷‌ বাংলা ৫৫২১ কোটি টাকা খরচ করেছে৷‌ ন্যায্য মূল্যের ওষুধ দোকান এ রাজ্যে প্রথম৷‌ এবার ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার হবে৷‌ উর্দু, হিন্দি আকাদেমি করেছি৷‌ এখানে দুর্গাপুজো, ইদ, ছটপুজো, করম পরবে ছুটি দেওয়া হয়৷‌ মা-মাটি-মানুষের সরকার সকলের কথা ভাবে৷‌’ যুবদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার নবপ্রজন্মকে গড়ার স্বপ্ন আছে৷‌ আড়াই লক্ষ চাকরি করে দিয়েছি৷‌ দিল্লি টাকা না কাটলে ২০ লক্ষ চাকরি দিতাম৷‌’ মুখ্যমন্ত্রী এদিন খড়গপুরেও সভা করেন৷‌ সঙ্গে ছিলেন ঘাটালের প্রার্থী অভিনেতা দেব, রুদ্রনীল, রাজ চক্রবর্তী প্রমুখ৷‌

বেলপাহাড়ি থেকে সোমনাথ নন্দী: বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর কপ্টার নামে বেলা দুটো নাগাদ৷‌ সভা হয় বেলপাহাড়ি স্কুল মাঠে৷‌ সেখানে মুখ্যমন্ত্রী দলীয় প্রার্থী ডাঃ উমা সোরেনের সমর্থনে বলেন, যারা অশাম্তি করবে, মনে রাখবেন, তাদের জঙ্গলমহলের মানুষ ক্ষমা করবে না৷‌ সরকার ক্ষমা করবে না৷‌ মুখ্যমন্ত্রী নাম করে দুটি বাংলা টিভি চ্যানেল ও একটি খবরের কাগজের সমালোচনা করে বলেন, যারা কুৎসা করে, তাদের কোনও কাজ থাকে না৷‌ তিনি বলেন, বাংলায় ৮ কোটি মানুষ থাকলে ৩ কোটি ২০ লক্ষ মানুষকে ২ টাকা কেজির চাল দিচ্ছি৷‌ হিংসুটে লোকগুলো দেখতে পায় না৷‌

পুরুলিয়া থেকে দীপেন গুপ্ত: ঝাড়খণ্ডেও সরকার গড়বে তৃণমূল৷‌ ঝাড়খণ্ড-লাগোয়া পুরুলিয়ায় প্রচারে এসে বললেন মমতা ব্যানার্জি৷‌ বৃহস্পতিবার পুরুলিয়া লোকসভা আসনের তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতোর সামর্থনে নির্বাচনী জনসভা ছিল৷‌ তৃণমূল নেত্রী বলেন, ‘আর কয়েক মাস পরেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন৷‌ আমরা সেখানেও সরকার গড়ব৷‌ এক সঙ্গে বাংলা ও ঝাড়খণ্ডে সরকার হলে দুই রাজ্যে কাজ হবে৷‌’ বি জে পি-র প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এ রাজ্যে দাঙ্গা করতে চাইছে৷‌ দাঙ্গা করতে দেব না৷‌’ নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তাঁর মম্তব্য: ‘পেপার টাইগার ও রয়্যাল বেঙ্গল টাইগারের মধ্যে অনেক তফাত!’ সভায় বলেন সাংসদ কল্যাণ ব্যাানার্জি, মন্ত্রী শাম্তিরাম মাহাতো, প্রার্থী মৃগাঙ্গ মাহাতো৷‌

বাঁকুড়া থেকে আলোক সেন: ‘ধর্মনিরপেক্ষ নন এমন কেউ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন না৷‌ দেশের মানুষ তাঁকে মানবেন না, চ্যালেঞ্জ!’ বৃহস্পতিবার বিষুžপুর ও বাঁকুড়ায় দুটি জনসভায় এই মম্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷‌ বাঁকুড়া স্টেডিয়ামের সভায় উপস্হিত ছিলেন শুভশ্রী, শ্রাবম্তী, বাহামণি, রাজ চক্রবর্তী, রুদ্রনীল প্রমুখ৷‌ ছিলেন দলীয় প্রার্থী মুনমুন সেন, তাঁর দুই কন্যা রাইমা ও রিয়া৷‌ নায়ক-নায়িকাদের দেখতে স্টেডিয়ামে হাজির হয়ে ছিলেন প্রচুর মানুষ৷‌ মমতা বলেন, ‘যে-মানুষ বাঙালি-অবাঙালি বিভেদ সৃষ্টি করতে চান, বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাবার কথা বলেন, দাঙ্গায় মদত দেওয়ার অভিযোগ ওঠে যাঁর বিরুদ্ধে, তিনি কী করে প্রধানমন্ত্রী হতে পারেন?’

No comments:

Post a Comment