স্পিলবার্গের চলচ্চিত্রে পার্থপ্রতিম মজুমদার
স্টাফ রিপোর্টার ॥ মূকাভিনয় শিল্পী পার্থপ্রতিম মজুমদার। নিঃশব্দে শত সহস্র কথা বলাই তার কাজ। মূকাভিনয়ের কিংবদন্তি এ শিল্পী এবার কাজ করলেন স্টিভেন স্পিলবার্গের একটি চলচ্চিত্রে। চলচ্চিত্রে নাম ‘দ্য হানড্রেড-ফুট জার্নি।’ রিচার্ড সি মোরাইসের উপন্যাস অবলম্বনে এ্যাডভেঞ্চার ধাঁচের চলচ্চিত্রটি পরিচালনা করেছে লাস হলস্ট্রম। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন স্টিভেন স্পিলবার্গ। ২০০৯ সালে মলিয়েঁর পুরস্কার আর ২০১১ সালে ফরাসী নাইট উপাধি পেয়েছেন পার্থপ্রতিম মজুমদার। বাংলাদেশে তিনি একুশে পদক পেয়েছেন। এ বছর বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করেছে।
নতুন চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে ফ্রান্স থেকে তিনি টেলিফোনে বলেন, গত বছর নবেম্বরে এ চলচ্চিত্রে কাজ করেছি। শূটিং করা হয়েছে মূলত ফ্রান্সের প্যারিস ও আরবিতে। ছোট একটি চরিত্রে অভিনয়ের পাশাপাশি আমার কাজ ছিল ওম পুরির বডি মুভমেন্ট নতুন করে তৈরি করা।
ছায়ানটের ‘ভাষা-সংস্কৃতির আলাপ’
স্টাফ রিপোর্টার ॥ বাঙালী সংস্কৃতিতে ঋদ্ধ সমাজ গড়ে তোলার মানসে ছায়ানটের কার্যক্রমে এবার যুক্ত হচ্ছে সাহিত্য ও শিল্প বিষয়ে চর্চা ও পরস্পর বিনিময়ের একটি সুনির্দিষ্ট কর্মসূচী ‘ভাষা-সংস্কৃতির আলাপ’।
এক বছর মেয়াদী এই কার্যক্রম শুরু হবে পহেলা আষাঢ় থেকে। আলাপের বিভিন্ন দিনে সূত্রধর হিসেবে থাকবেন সৈয়দ শামসুল হক, মুস্তাফা মনোয়ার, মোহাম্মদ আজম, সৈয়দ মনজুরুল ইসলাম, ফকরুল আলম, গালিব আহসান খান, ম হামিদ, মানযারে হাসীন মুরাদ, মাহমুদুল হোসেন, সন্জীদা খাতুন প্রমুখ শিক্ষকবৃন্দ। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ-যুবাসহ ভাষা-সংস্কৃতি অনুরাগী বয়স্কজনের মানস-উৎকর্ষ চর্চার জন্য এই কার্যক্রম। বৈঠক বসবে ১৫ দিন অন্তর প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টায়। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ-যুবাসহ ভাষা-সংস্কৃতি অনুরাগী বয়স্কজনের মানস উৎকর্ষ চর্চার জন্য এই কার্যক্রম। এ কার্যক্রমের ফরম বিতরণ শুরু ১৯ বৈশাখ থেকে। বৈঠক শুরু ১৩ আষাঢ় ২৭ জুন থেকে শুরু হবে বলে ছায়ানট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
নতুন চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে ফ্রান্স থেকে তিনি টেলিফোনে বলেন, গত বছর নবেম্বরে এ চলচ্চিত্রে কাজ করেছি। শূটিং করা হয়েছে মূলত ফ্রান্সের প্যারিস ও আরবিতে। ছোট একটি চরিত্রে অভিনয়ের পাশাপাশি আমার কাজ ছিল ওম পুরির বডি মুভমেন্ট নতুন করে তৈরি করা।
ছায়ানটের ‘ভাষা-সংস্কৃতির আলাপ’
স্টাফ রিপোর্টার ॥ বাঙালী সংস্কৃতিতে ঋদ্ধ সমাজ গড়ে তোলার মানসে ছায়ানটের কার্যক্রমে এবার যুক্ত হচ্ছে সাহিত্য ও শিল্প বিষয়ে চর্চা ও পরস্পর বিনিময়ের একটি সুনির্দিষ্ট কর্মসূচী ‘ভাষা-সংস্কৃতির আলাপ’।
এক বছর মেয়াদী এই কার্যক্রম শুরু হবে পহেলা আষাঢ় থেকে। আলাপের বিভিন্ন দিনে সূত্রধর হিসেবে থাকবেন সৈয়দ শামসুল হক, মুস্তাফা মনোয়ার, মোহাম্মদ আজম, সৈয়দ মনজুরুল ইসলাম, ফকরুল আলম, গালিব আহসান খান, ম হামিদ, মানযারে হাসীন মুরাদ, মাহমুদুল হোসেন, সন্জীদা খাতুন প্রমুখ শিক্ষকবৃন্দ। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ-যুবাসহ ভাষা-সংস্কৃতি অনুরাগী বয়স্কজনের মানস-উৎকর্ষ চর্চার জন্য এই কার্যক্রম। বৈঠক বসবে ১৫ দিন অন্তর প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টায়। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ-যুবাসহ ভাষা-সংস্কৃতি অনুরাগী বয়স্কজনের মানস উৎকর্ষ চর্চার জন্য এই কার্যক্রম। এ কার্যক্রমের ফরম বিতরণ শুরু ১৯ বৈশাখ থেকে। বৈঠক শুরু ১৩ আষাঢ় ২৭ জুন থেকে শুরু হবে বলে ছায়ানট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
http://www.allbanglanewspapers.com/janakantha.html
No comments:
Post a Comment