Friday, May 2, 2014

চেন্নাই বিস্ফোরণ তদন্তে কেন্দ্রকে 'না' আম্মার

চেন্নাই বিস্ফোরণ তদন্তে কেন্দ্রকে 'না' আম্মার

chennai
এই সময় ডিজিটাল ডেস্ক: চেন্নাইয়ের জোড়া বিস্ফোরণে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের তদন্তের সম্ভাবনা নাকচ করে দিলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। উল্টে অনুসন্ধানের ভার চেন্নাই পুলিশের এক বিশেষ শাখার উপরই ন্যস্ত করলেন আম্মা।

বৃহস্পতিবার পর পর দু'টি বিস্ফোরণে কেঁপে ওঠে চেন্নাই সেন্ট্রাল জংশন। ঘটনায় একজন মারা যান। আহত হন ১৪ জন। ঘটনার পিছনে সন্ত্রাসবাদী ছকের সম্ভাবনার উল্লেখ করে বিষয়টি তদন্ত করতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ-কে নিযুক্ত করে কেন্দ্রীয় সরকার। কিন্তু কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধান সরাসরি নাকচ করে এদিন তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতা বিস্ফোরণের তদন্তভার রাজ্য পুলিশের বিশেষ শাখার হাতে সঁপেছেন। এ ব্যাপারে তাদের সাহায্য করতে এনএসজি-র সহায়তা চাওয়া হয়েছে। ঘটনার জেরে ভারতীয় দণ্ডবিধির আঁওতায় বিস্ফোরক আইন, হত্যা ও রেলের সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা দায়ের করেছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, দেশের যে কোনও প্রান্তে নাশকতার ঘটনায় অনুসন্ধান করার এক্তিয়ার রয়েছে এনআইএ-র। অন্য দিকে, তদন্ত নয়, অনুসন্ধানের ব্যাপারে শুধুমাত্র প্রযুক্তিগত সাহায্য করা ছাড়া আর কোনও ভূমিকা নেই এনএসজি-র। সরকারি ভাবে রাজ্য সরকারের সিদ্ধান্তে কোনও মন্তব্য করতে চায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। উল্লেখ্য, সম্প্রতি একই ভাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে তদন্তভার দেওয়ার ব্যাপারে সম্মতি দেয়নি মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ ও দিল্লি সরকার। অন্যদিকে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে এড়িয়ে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।রাজনীতিক মহল।

জয়ললিতার প্রবল প্রতিদ্বন্দ্বী এম করুণানিধি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে মন্তব্য করেছেন, সদ্য গ্রেপ্তার হওয়া সম্ভাব্য আইএসআই জঙ্গি সাকির হুসেনকে কড়া জেরা করলে বিস্ফোরণের ঘটনা এড়ানো যেত।

No comments:

Post a Comment