Friday, May 2, 2014

মার্কিন মুলুকে বিচারকের আসনে ভারতীয়

মার্কিন মুলুকে বিচারকের আসনে ভারতীয়

shah
এই সময় ডিজিটাল ডেস্ক: আমেরিকার পঞ্চম বৃহত্‍‌ জনবসতিপূর্ণ রাজ্য ইলিনয়। এবার সেই রাজ্যের ফেডারাল বিচারপতি হিসেবে মার্কিন সেনেট বেছে নিল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক মনীশ শাহকে। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনও দক্ষিণ-এশিয় এমন একটি সরকারি পদের দায়িত্ব পেলেন।

সেনেটে ৯৫-০ ভোটে জিতে বিচারকের এই পদের জন্যে নির্বাচিত হন ৪০ বছরের মনীশ শাহ। এই খবর জানিয়ে ইলিনয়-এর সেনেটর মার্ক কিরক বলেছেন, 'দীর্ঘদিন শিকাগো-র ইউএস অ্যাটর্নি অফিসে কাজ করার সুবাদে আইন সংক্রান্ত তাঁর জ্ঞানের পরিধি ব্যাপক। এর ফলে নতুন ভুমিকায় তিনিই যথাযথ।' আরও এক সেনেটর ডিক ডারবিন জানান যে শাহ-এর মতো যোগ্য প্রার্থী আর কেউ ছিলেন না।

তাঁর দীর্ঘ কর্মজীবনে বহু পুরস্কারও পেয়েছেন মনীশ শাহ। তার মধ্যে রয়েছে এফবিআই ডিরেক্টরস অ্যাওয়ার্ডও। স্ট্যানফর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের ল স্কুল থেকে আইন পাশ করেন। 

No comments:

Post a Comment