Saturday, May 3, 2014

অসমে ‘কথিত অনুপ্রবেশ’ বিরোধী বোড়ো সহিংসতা, শিশুসহ ৩২ জন নিহত

অসমে ‘কথিত অনুপ্রবেশ’ বিরোধী বোড়ো সহিংসতা, শিশুসহ ৩২ জন নিহত
ভারতের অসম রাজ্যের বাকসা জেলায় শনিবার একটি গ্রাম থেকে আরও নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিষিদ্ধঘোষিত বিচ্ছিন্নত্বাদী গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোরোল্যান্ডের সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের।
উদ্ধার কর্মকর্তা সূত্র জানায়, চার শিশু এবং দুই জন নারীসহ নিহতদের মৃতদেহ খাগড়াবারি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। নিহত দুই শিশুর পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম ইলিনা খাতুন এবং অপরজনের নাম আরিফুল ইসলাম। সূত্রটি জানায়, সাত থেকে দশ বছরের মধ্যে বয়স তিন শিশু বেকি নদী থেকে উদ্ধার করা হয়েছে। টিভি প্রতিবেদনের মতে, বাকসায় পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। তারা সন্ত্রাসী হামলায় জড়িত ছিল এবং কোকরাজহারে আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। সহিসংসতার জন্য আসামের কোকরাজহার, বাকসা এবং ছিরাং জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়।

মিসরে সংঘর্ষে ১১ বিক্ষোভকারী নিহত
মিসরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। এর মধ্যে রাজধানী কায়রোর হেলওয়ান এলাকায় মারা গেছে আটজন আর বাকি তিনজন নিহত হয়েছে দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায়। -ওয়েবসাইট
মিসরে চলমান রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে প্রধান রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিনের বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত থাকার প্রেক্ষাপটে নতুন করে বড় ধরনের এ হত্যাকাণ্ড হলো। গতকালের বিক্ষোভের সময় কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গত জুলাই মাসে মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে সামরিক ক্যুর মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর থেকে রাজনৈতিক সহিংসতা চলে আসছে। পরে দলটিকে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা দেয় সেনাসমর্থিত কথিত অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন অব্যাহত রয়েছে।
http://www.allbanglanewspapers.com/janakantha.html

No comments:

Post a Comment