Saturday, May 3, 2014

‘মনে হয় আমরা টাইটানিকের ভাগ্য বরণ করছি’

‘মনে হয় আমরা টাইটানিকের ভাগ্য বরণ করছি’
প্রায় পাঁচশ যাত্রী নিয়ে তলিয়ে যাওয়া দক্ষিণ কোরিয়ার ফেরিটি থেকে শেষ মুহূর্তে ধারণকৃত একটি ভিডিও উদ্ধার করা গেছে যাতে ফেরিতে থাকা স্কুলশিক্ষার্থীদের প্রাণ বাঁচানোর শেষ প্রচেষ্টা চালাতে দেখা যায়। গত এপ্রিলে ফেরি ডুবির সময় ১৭ বছর বয়সী এক স্কুলছাত্রের মোবাইলে ভিডিওটি ধারণ করা হয়। নিমজ্জিত ফেরি থেকে ওই ছাত্রের লাশ উদ্ধারের সময় সন্ধান মেলা তার মোবাইল থেকে ভিডিওটি পাওয়া যায় বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। ভিডিওর দৃশ্যের ওপর ভিত্তি করে ব্রিটেনের দ্য টেলিগ্রামের খবরে বলা হয়, ফেরিটি একদিকে অকস্মিকভাবে কাত হয়ে যাওয়ার সময়ও যাত্রীদের মনে কোন দুর্ঘটনার আশঙ্কা হয়নি। ফেরিতে থাকা শত শত স্কুলশিক্ষার্থী প্রথমদিকে বিষয়টিকে তাদের আনন্দ-উল্লাসের অংশ করে নিয়েছিল। জাহাজটি একদিকে ঝুঁকে যাওয়ার ব্যাপারটিকে টাইটানিক ডুবে যাওয়ার সঙ্গে তুলনা করছিল অনেকে। অবশ্য তাদের উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। আনন্দ উচ্ছ্বাসের মধ্যেই অনেক ছাত্রছাত্রীর কণ্ঠে কাঁপন ধরে যায়। ‘মনে হয় মরতে যাচ্ছি। হাসাহাসির মানে নেই। আমরা সত্যি সত্যিই বিপদে পড়েছি।’ এক ছাত্র বলে ওঠেন, ‘মনে হয় আমরা টাইটানিকের ভাগ্যবরণ করতে যাচ্ছি।’ -ওয়েবসাইট

‘কাউকে সারদার টাকা হজম করতে দেব না’
‘কাউকে সারদার টাকা হজম করতে দেব না। সারদা-কাণ্ডে কাউকে ছাড়া হবে না। সব কেসের বিচার এখানেই হবে।’ শুক্রবার মেদিনীপুর কলেজ ময়দানে প্রার্থী সন্ধ্যা রায়ের সমর্থনে নির্বাচনী সভায় এ কথা বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘সিবিআই, সিবিুআই বলে চিৎকার করা হচ্ছে। সিবিআই নেতাই মামলায় কী করল? ৩ বছর ধরে ফেরার ৫ সিপিএম নেতাকে হায়দরাবাদ থেকে ধরে আনল সিআইডি। সিবিআইয়ের সঙ্গে কি ওই নেতাদের বন্ধুত্ব হয়ে গিয়েছিল? আমি বাজে কথা বলি না। রাজনৈতিক আলোচনা হোক। কাজ নিয়ে সমালোচনা হোক। তা না করে সকাল থেকে রাত একটা সরকারের বিরুদ্ধে লাগাতার কুৎসা, ষড়যন্ত্র করে বেড়াচ্ছে সিপিএম কংগ্রেস। সব চুপচাপ সহ্য করছি। কেউ কেউ এমন ভাব করছেন যেন ভাজা মাছ উল্টে খেতে জানেন না। সব কেসের বিচার হবে। তখনই বোঝা যাবে। আগে মেদিনীপুর আসতে লোকে ভয় পেতেন। ভাদুতলা, শালবনি, লালগড়, এনায়েতপুর, কেশপুর, সবং, পিংলা, গড়বেতা, চমকাইতলা- সব এলাকাকে সন্ত্রস্ত করে রেখেছিল সিপিএম। এখন শান্তি ফিরে এসেছে।’ মমতা আরও বলেন, ‘টলিউড কেনার টাকা তৃণমূলের নেই। বিজেপি টাকা দিয়ে বলিউড আর টলিউডকে কিনতে চেয়েছিল।
সূত্র : ওয়েবসাইট।

No comments:

Post a Comment