Thursday, May 29, 2014

এনভাৎজি প্রাইজ পেলেন এলান জনসন

এনভাৎজি প্রাইজ পেলেন এলান জনসন
সাবেক হোম সেক্রেটারি এলান জনসন এ বছরের এনভাৎজি পুরস্কার পেলেন। তাঁর স্মৃতিকথামূলক গ্রন্থ ‘দিজ বয়’ এর জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।
জনসন মূলত লন্ডনের শহরতলিতে কাটানো শৈশবের স্মৃতিচারণ করেছেন, যা একটি ছেলের জবানীতে বর্ণনা করেছেন। এ বর্ণনায় মূলত তিনি তাঁর মা ও পরিবারের অন্য সদস্যদের কথাই বলেছেন। এ স্মৃতিকথাকে সুন্দরভাবে উপন্যাসে ফুটিয়ে তুলেছেন।
উপন্যাস প্রবন্ধ কিংবা কবিতা গ্রন্থের জন্য রয়াল সোসাইটির এনভাৎজি পুরস্কার প্রদান করা হয়। এলান জনসন তাঁর চমৎকার উপন্যাসের জন্য দশ হাজার ইউরো মূল্যমানের এ সম্মানজনক পুরস্কার লাভ করেন।

ঔপন্যাসিক এলান ফলসমের জীবনাবসান
প্রখ্যাত থ্রিলার ঔপন্যাসিক এলান ফলসম গত ২৩ মে পরলোকগমন করেন। তাঁর রচিত ‘দ্য ডে আফটার টুমোরো’ খ্যাত লেখক ৭২ বছর বয়সে সান্তা বারবারা’র একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৯৯৪ সালে এলান ফলসম এর ‘দ্য ডে আফটার টুমোরো’ প্রকাশিত হয়। এ উপন্যাসটি বিশ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়। যা ফলসমের মতো একজনে নতুন লেখকের জন্য অবিশ্বাস্য। তারপর থেকে ফলসম একজন থ্রিলার ঔপন্যাসিক হিসেবে পরিচিতি লাভ করেন। এর পূর্বে ১৯৮০ সালে তাঁর রচনায় ‘হার্ট টু হার্ট’ নামে দুই পর্বের ডকুমেন্টারি টেলিভিশনে প্রচারিত হয়। এলান ফলসম মূলত ১৯৯০ এর দিকে চিত্রনাট্য রচনার মাধ্যমে লেখালেখি শুরু করেন। ১৯৯৪ সালে ‘দ্য ডে আফটার টুমোরো’ প্রকাশিত হবার পর এলান যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেন। কিন্তু তাঁর অন্যান্য উপন্যাস সমালোচকদের নিকট ততটা গ্রহণযোগ্যতা লাভ করতে সমর্থ হয়নি। এলান ফলসম ১৯৪১ সালের ৯ ডিসেম্বর ওরল্যান্ডোতে জন্মগ্রহণ করেন।

জর্জ ওয়াশিংটন বুক প্রাইজ পেলেন এন্ড্রু জ্যাকসন
এবারের জর্জ ওয়াশিংটন বুক প্রাইজ পেলেন প্রখ্যাত ইতিহাসবিদ এন্ড্রু জ্যাকসন ওশাকানেসি। ‘দ্য ম্যান হু লস্ট আমেরিকা’ শীর্ষক উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার লাভ করেন। এন্ড্রু জ্যাকসন ভার্জিনিয়া ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক। পাশাপাশি তিনি গবেষণা প্রতিষ্ঠান মাল্টিমেলো’র পরিচালকদের দায়িত্বে রয়েছেন। দ্য ম্যান হু লস্ট আমেরিকার জন্য এন্ড্রু’র এটি দ্বিতীয় সম্মানজনক পুরস্কার। এর পূর্বে গত এপ্রিলে তিনি নিউইয়র্ক হিস্টোরিক্যাল সোসাইটি’র আমেরিকান হিস্টোরি বুক প্রাইজ লাভ করেন। ওয়াশিংটন কলেজ, গিল্ডার লেম্যান ইনস্টিটিউট অব আমেরিকান হিস্টোরি এবং জর্জ ওয়াশিংটনস মাউন্ট ভারনন এর যৌথ উদ্যোগে পঞ্চাশ হাজার ডলার মূল্যমানের জর্জ ওয়াশিংটন বুক প্রাইজ দেয়া হয়।
সাবিনা ইয়াসমিন
ইন্টারনেট অবলম্বনে

No comments:

Post a Comment