লাইভ খবর
07 May, 2014 , 08.09AM ISTLIVE: বাংলা-সহ ৭ রাজ্যে ভোট আজ
http://eisamay.indiatimes.com/first%20phase%20lok%20sabha%20poll%202014/eighth-phase-election-in-bengal-and-other-6-states-of-country/liveblog/34762540.cms
1 New Update
12:39 PM'আমরা আমেঠি থেকে ভালো খবর পাচ্ছি। জনগণ পরিবর্তন চায়। রাহুল গান্ধীর পরাজয় নিশ্চিত। তাঁর মুখে হারের ছায়া স্পষ্ট', বললেন শাহনাওয়াজ হুসেন।
12:36 PMতারকা প্রার্থী হওয়ায় বাবুল সুপ্রিয়র নিরাপত্তা বাড়ানো হল। ম্যাজিস্ট্রেটের অধীনে তিন জন রক্ষী এবং একজন ভিডিওগ্রাফার নিয়োগ।
12:20 PMআমেঠিতে প্রিয়াঙ্কা গান্ধীর পিএ প্রীতি সহায়ের সঙ্গে স্মৃতি ইরানির বচসা। প্রীতি সহায় স্থানীয় বাসিন্দা নন, তাই তাঁর কাছ থেকে অথরিটি লেটার চান স্মৃতি।
12:05 PMতিন বছর পর বেনাচাপড়ায় এলেন সুশান্ত ঘোষ। একটি বুথে ভোট দেন তিনি। সেখান থেকে নিজের পৈতৃক বাড়ি যাবেন সুশান্ত ঘোষ।
11:47 AMরামপুরে সপরিবারে ভোট দিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। তাঁর দাবি, প্রদেশের চারটি আসনেই কংগ্রেস জয়ী হবে।
11:23 AMরাহুল গান্ধী: আমেঠিতে বেশ কয়েকটি পোলিং বুথে ব্ল্যাকবোর্ডে পদ্মফুল আঁকা ছিল। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি।
11:15 AMসকাল ১১টা পর্যন্ত ঝাড়গ্রামে ৪৫ শতাংশ, মেদিনীপুরে ৪৩.৯৬ শতাংশ, পুরুলিয়ায় ৪৬.২৫ শতাংশ, বাঁকুড়ায় ৪৭.১৬ শতাংশ, বিষ্ণুপুরে ৪৪.৪২ শতাংশ এবং আসানসোলে ৪৪.২৩ শতাংশ ভোট পড়েছে।
11:11 AMজামুরিয়া মণ্ডলপাড়ার ৮২ নম্বর বুথে ভোটদান বন্ধ। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তার পরই ভোটদান বন্ধ হয়ে যায়।
11:01 AMসুব্রহ্মণ্যম স্বামী: রাহুল গান্ধী হিন্দি কী ভাবে জানতে পারেন? তাঁর হিন্দি খুব খারাপ। সেন্ট স্টিফেন্স কলেজে তিনি হিন্দিতে ফেল করেছিলেন।
11:00 AMস্মৃতি ইরানির টুইট: যারা নিম্নমানের রাজনীতির কথা বলেন, তাঁদের জানিয়ে রাখি তাঁদের কর্মী জগদীশপুরের কাইমা বুথে মারধর করছেন।
10:57 AMনির্বাচনী এলাকা পাল্টানোর খেসারত দিতে হবে বরুণ গান্ধীকে, বললেন সুলতান পুরের কংগ্রেস প্রার্থী অমিতা সিং।
10:55 AMদেহেরাদুনে সকাল ন'টা পর্যন্ত ১৪ শতাংশ, আমেঠিতে ১০.৪ শতাংশ এবং অন্ধ্র প্রদেশে ১৪ শতাংশ ভোটিং।
10:50 AMভোট বয়কট করলেন ফুলপুরের গাঞ্জা চিলা গ্রামের ১৫০০ বাসিন্দা। এলাকায় উন্নয়ন না-হওয়ায় ভোট বয়কটের সিদ্ধান্ত।
10:45 AMরাহুলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ আনলেন আপ প্রার্থী কুমার বিশ্বাস। বললেন, আমেঠিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বুথ দখল করা হচ্ছে। পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধেও তোপ দাগেন কুমার।
10:43 AMমেদিনীপুরের বিডিও অফিসের সামনে রিজার্ভ ভোটকর্মীদের বিক্ষোভ। হেনস্থার অভিযোগে বিক্ষোভ দেখানোর সময়ে গরমে অসুস্থ হয়ে পড়েন এক ভোটকর্মী।
10:40 AMবিষ্ণপুরে কোয়ারপুরের ৭৫ নম্বর, দাঁতপুরের ৪৬ নম্বর এবং ক্যানেলপুরের ৮৭ নম্বর বুথ থেকে সিপিএম এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
10:38 AMবর্ধমানের কুলে প্রাথমিক স্কুলে সিপিএম-তৃণমূল সংঘর্ষ। তৃণমূলের অভিযোগ, ২১১ নম্বর বুথে ভোট দিতে আসা ভোটারদের প্রভাবিত করছিল সিপিএম। এমনকি তৃণূলের পোলিং এজেন্টকে বুথ থেকে মারধর করে বের করে দেওয়া এবং পঞ্চায়েত সদস্য অঞ্জলি রায়ের বাড়িতে হামলায়ও অভিযুক্ত সিপিএম।
10:32 AMআমেঠি থেকে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি বললেন, 'এসপিজি-র সঙ্গে ঘুরে ভোটারদের ভয় দেখাচ্ছেন রাহুল গান্ধী।'
10:26 AMঅরূপ মাঝি জলবাহক বলে জানাল নির্বাচন কমিশন। খণ্ডঘোষের ৪৩ নম্বর বুথে ইভিএমের সামনে উঁকি মারার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এফআইআর দায়ের নির্দেশ দেওয়া হল অরূপ মাঝির বিরুদ্ধে। সরিয়ে দেওয়া হয় প্রিসাইডিং অফিসারকেও।
10:15 AMদুর্গাপুরের শংকরপুরের ২৩৫ এবং ২৩৬ নম্বর বুথে ভুয়ো এজেন্ট সেজে বসে থাকার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম এজেন্ট সেজে বসে থাকার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, তারা ওই বুথগুলিতে পোলিং এজেন্টই দিতে পারেনি। তবে প্রিসাইডিং অফিসারের দাবি, ওই ব্যক্তি তৃণমূলের নন বরং সিপিএমেরই এজেন্ট।
09:55 AMপুরুলিয়ার ১৮৩ নম্বর বুথে সিআরপিএফ এবং পুলিশের মধ্যে বচসা। জানা গিয়েছে, স্থানীয় থানার এএসআই-কে বুথে ঢুকতে বাধা দেন সিআরপিএফ জওয়ান। সেখান থেকেই বচসার সূত্রপাত। পুলিশ পর্যবেক্ষক জানিয়েছেন, বুথের মধ্যে রাজ্য পুলিশের প্রবেশ নিষেধ। সেখানে শুধু কেন্দ্রীয় বাহিনীই থাকবে।
09:53 AMবেশি লোক নিয়ে বুথের ঢোকার অভিযোগ বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। এডিএমের কাছে অভিযোগ জানানো হল। প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা বাড়ানোর দাবি জানালেন বাবুল সুপ্রিয়।
09:28 AMসাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তা জানান, এখনও পর্যন্ত রাজ্যে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও কোনও অশান্তির খবর নেই বলে জানিয়েছে কমিশন।
09:21 AMখণ্ডঘোষের ১৪৩ নম্বর বুথে তৃণমূল কর্মীর বিরুদ্ধে নজরদারির অভিযোগ। তৃণমূল কর্মীর নাম অরুপ মাঝি।
09:18 AMপ্রিয়াঙ্কার বিরুদ্ধে মোদীর 'নিম্নমানের রাজনীতি' মন্তব্যে রাহুলের পাল্টা। বললেন, 'কাজ নিম্নমানের হতে পারে, জাতি নিম্নমানের হয় না। নিম্নমানের চিন্তাভাবনা হয়...।'
09:15 AMবর্ধমানের আড়াভাঙা হাই স্কুলের ১৭৫ নম্বর বুথ থেকে সিপিএম এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল। নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে সিপিম।
09:10 AMসকাল ন'টা পর্যন্ত ভোটের হার: ঝাড়গ্রামে ২৫ শতাংশ, মেদিনীপুরে ২২ শতাংশ, পুরুলিয়ায় ২৪ শতাংশ, বাঁকুড়ায় ২৩ শতাংশ, বিষ্ণপুরে ২৪ শতাংশ এবং আসানসোলে ২২ শতাংশ ভোটিং।
09:01 AMএলাহাবাদে ভোট দিলেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। নিজের স্ত্রী পুজার সঙ্গে ভোট দিলেন তিনি। কাইফ ফুলপুর থেকে কংগ্রেস প্রার্থী।
08:49 AMদুর্গাপুরের শঙ্করপুরে আজ সকালে রক্তাক্ত অবস্থায় উদ্ধার সিপিএমের পোলিং এজেন্ট। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি। তাঁর বড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযুক্ত তৃণমূল।
08:48 AMআসানসোলের ২৩৫ নম্বর বুথে সিপিএম এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ। বার করে দেওয়ার পরই নিখোঁজ হয়ে যান ওই এজেন্ট। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছে সিপিএম।
08:45 AMমেদিনীপুরে সাংসদ প্রবোধ পণ্ডাকে ঘিরে বিক্ষোভ। চার্চ স্কুলের বুথে এমপি স্টিকার লাগানো গাড়িতে ভোট দিতে যান তিনি। এমনই অভিযোগ এনেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।
No comments:
Post a Comment