Ali Ashraf | 7:21am May 2 |
মুজিববাদীরা আলোচনার বদলে গালিগালাজ করে। কেন? কারণ তাঁদের এখনকার বানানো ব্যাখ্য-বিশ্লেষণের ভিত্তি হিসেবে বাস্তব কোন তথ্য নাই। যাবতীয় ব্যাখ্যা-বিশ্লেষণ ভিত্তিহীন রূপকথা! বাস্তব তথ্যের দিকে আসা যাক। গালি-গালাজ করার সময় নাই।
শেখ মুজিবুর রহমান ৬ দফা কী ছিল তা বিস্তারিত বলে গেছেন। মুজিববাদীদের ডাহা মিথ্যা থেকে নিজের চিন্তাকে মুক্ত রাখার জন্য শেখ মুজিবুর রহমানের বক্তৃতা এবং লেখা পাঠ করা আমাদের কর্তব্য। শেখ মুজিবুর রহমান অতি পরিষ্কার ভাবে ৬ দফাকে গোটা পাকিস্তানের বাঁচার দাবী বলেছেন। শেখ মুজিবুর রহমান জীবনে কোন দিনই লাহোর প্রস্তাব, দ্বিজাতিতত্ত্ব বা কায়দে আযম সম্পর্কে কোন বিরূপ মন্তব্য করেন নি। লাহোর প্রস্তাব, পাকিস্তান বা কায়দে আযম সম্পর্কে শেখ মুজিবুর রহমানের সমালোচনামূলক মন্তব্যের একটা বাক্য কেউ উৎসসহ [মৃত ব্যক্তির বলা শোনা কথা ছাড়া; এই উৎসটি আমাদের কাছে কোন গ্রহণযোগ্য উৎস নয়!!!] জানালে আমরা উপকৃত এবং বাধিত থাকবো।
শেখ মুজিবুর রহমান বলছেন : .....“এমনি উদারতা, এমন নিরপেক্ষতা, পাকিস্তানের দুই অঞ্চলের মধ্যে এমন ইনসাফ-বোধই পাকিস্তানী দেশপ্রেমের বুনিয়াদ। এটা যার মধ্যে আছে কেবল তিনিই দেশপ্রেমিক। যে নেতার মধ্যে এই প্রেম আছে, কেবল তিনিই পাকিস্তানের উভয় অঞ্চলের উপর নেতৃত্বের যোগ্য। যে নেতা বিশ্বাস করেন, দুইটি অঞ্চল, দুইটি অঞ্চল আসলে পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্রীয় দেহের... দুই চোখ, দুই কান, দুই নাসিকা, দুই পাটি দাঁত, দুই হাত, দুই পা; যে নেতা বিশ্বাস করেন পাকিস্তানের এক অঙ্গ দুর্বল হইলে গোটা পাকিস্তানই দুর্বল হইয়া পড়ে; যে নেতা বিশ্বাস করেন ইচ্ছা করিয়া বা জানিয়া শুনিয়া যারা পাকিস্তানের এক অঙ্গকে দুর্বল করিতে চায় তারা পাকিস্তানের দুশমন; যে নেতা দৃঢ় ও সবল হস্তে সেই দুশমনদের শায়েস্তা করিতে প্রস্তুত আছেন, কেবল তিনিই পাকিস্তানের জাতীয় নেতা হইবার অধিকারী। কেবল তাঁরই নেতৃত্বে পাকিস্তানের ঐক্য অটুট ও শক্তি অপরাজেয় হইবে। পাকিস্তানের মত বিশাল ও অসাধারণ রাষ্ট্রের নায়ক হইতে হইলে নায়কের অন্তরও হইতে হইবে বিশাল ও অসাধারণ। আশা করি, আমার পশ্চিম পাকিস্তানি ভাইরা এই মাপকাঠিতে আমার ৬ দফা কর্মসূচির বিচার করবেন। তাহা যদি তাহারা করেন তবে দেখিতে পাইবেন, আমার এই ৬ দফা শুধু পূর্ব পাকিস্তানের বাঁচার দাবী নয়, গোটা পাকিস্তানেরই বাঁচার দাবী।”
[বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন ও রাজনীতি - দ্বিতীয় খণ্ড- পৃষ্ঠা : ৮২১]
শেখ মুজিবুর রহমান ৬ দফা কী ছিল তা বিস্তারিত বলে গেছেন। মুজিববাদীদের ডাহা মিথ্যা থেকে নিজের চিন্তাকে মুক্ত রাখার জন্য শেখ মুজিবুর রহমানের বক্তৃতা এবং লেখা পাঠ করা আমাদের কর্তব্য। শেখ মুজিবুর রহমান অতি পরিষ্কার ভাবে ৬ দফাকে গোটা পাকিস্তানের বাঁচার দাবী বলেছেন। শেখ মুজিবুর রহমান জীবনে কোন দিনই লাহোর প্রস্তাব, দ্বিজাতিতত্ত্ব বা কায়দে আযম সম্পর্কে কোন বিরূপ মন্তব্য করেন নি। লাহোর প্রস্তাব, পাকিস্তান বা কায়দে আযম সম্পর্কে শেখ মুজিবুর রহমানের সমালোচনামূলক মন্তব্যের একটা বাক্য কেউ উৎসসহ [মৃত ব্যক্তির বলা শোনা কথা ছাড়া; এই উৎসটি আমাদের কাছে কোন গ্রহণযোগ্য উৎস নয়!!!] জানালে আমরা উপকৃত এবং বাধিত থাকবো।
শেখ মুজিবুর রহমান বলছেন : .....“এমনি উদারতা, এমন নিরপেক্ষতা, পাকিস্তানের দুই অঞ্চলের মধ্যে এমন ইনসাফ-বোধই পাকিস্তানী দেশপ্রেমের বুনিয়াদ। এটা যার মধ্যে আছে কেবল তিনিই দেশপ্রেমিক। যে নেতার মধ্যে এই প্রেম আছে, কেবল তিনিই পাকিস্তানের উভয় অঞ্চলের উপর নেতৃত্বের যোগ্য। যে নেতা বিশ্বাস করেন, দুইটি অঞ্চল, দুইটি অঞ্চল আসলে পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্রীয় দেহের... দুই চোখ, দুই কান, দুই নাসিকা, দুই পাটি দাঁত, দুই হাত, দুই পা; যে নেতা বিশ্বাস করেন পাকিস্তানের এক অঙ্গ দুর্বল হইলে গোটা পাকিস্তানই দুর্বল হইয়া পড়ে; যে নেতা বিশ্বাস করেন ইচ্ছা করিয়া বা জানিয়া শুনিয়া যারা পাকিস্তানের এক অঙ্গকে দুর্বল করিতে চায় তারা পাকিস্তানের দুশমন; যে নেতা দৃঢ় ও সবল হস্তে সেই দুশমনদের শায়েস্তা করিতে প্রস্তুত আছেন, কেবল তিনিই পাকিস্তানের জাতীয় নেতা হইবার অধিকারী। কেবল তাঁরই নেতৃত্বে পাকিস্তানের ঐক্য অটুট ও শক্তি অপরাজেয় হইবে। পাকিস্তানের মত বিশাল ও অসাধারণ রাষ্ট্রের নায়ক হইতে হইলে নায়কের অন্তরও হইতে হইবে বিশাল ও অসাধারণ। আশা করি, আমার পশ্চিম পাকিস্তানি ভাইরা এই মাপকাঠিতে আমার ৬ দফা কর্মসূচির বিচার করবেন। তাহা যদি তাহারা করেন তবে দেখিতে পাইবেন, আমার এই ৬ দফা শুধু পূর্ব পাকিস্তানের বাঁচার দাবী নয়, গোটা পাকিস্তানেরই বাঁচার দাবী।”
[বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন ও রাজনীতি - দ্বিতীয় খণ্ড- পৃষ্ঠা : ৮২১]
No comments:
Post a Comment