Saturday, May 10, 2014

সারদা কেলেংকারির রায় নির্বাচনে প্রভাব ফেলার আশংকা..................................... বিশেষজ্ঞদের অভিমত

সারদা কেলেংকারির রায় নির্বাচনে প্রভাব ফেলার আশংকা..................................... বিশেষজ্ঞদের অভিমত

এএফপি ও ডয়েচে ভেলে
ভারতের সুপ্রিম কোর্ট সারদা কেলেংকারির মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়ার প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''সিবিআইর বাবা তদন্ত করলেও আপত্তি নেই!'' তবে শাসক দলের অনেকেরই আশংকা সর্বোচ্চ আদালতের এই রায় শুধু অস্বস্তিতেই ফেলবে না, নিজেদের পক্ষে ভোটযুদ্ধও কঠিন হয়ে পড়বে।

বৃহস্পতিবার বিচারপতি টি এস ঠাকুর এবং বিচারপতি সি নাগাপ্পনের ডিভিশন বেঞ্চ এই রায় দেন। একই সাথে কোর্ট সারদা সংক্রান্ত সব নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে সবরকম সহযোগিতা করতেও পশ্চিমবঙ্গের পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। রাজ্যটিতে পঞ্চম দফায় ১৭টি কেন্দ্রের নির্বাচন ১২ মে। তার আগে এই রায় ভোট বাক্সে প্রভাবসহ মমতা সরকারকেও অস্বস্তিতে ফেলতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

সারদা কেলেংকারির সিবিআই তদন্ত চেয়ে মামলাটি দায়ের হয় গতবছরের ২০ মে। শুনানি শেষ হয় এ বছরের ১৬ এপ্রিল। ২৩ এপ্রিল উড়িষ্যা সরকার সিবিআই তদন্তে সায় দেয়। আগেই এই মামলায় সিবিআই তদন্ত চেয়েছিল আসাম ও ত্রিপুরা সরকার। সারদা ছাড়া এদিন উড়িষ্যার আরও ৪৪টি আর্থিক সংস্থার বিরুদ্ধেও সিবিআই তদন্তের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

No comments:

Post a Comment