Tuesday, May 6, 2014

মনমোহনকে জেরার দাবি তুলল বিজেপি

মনমোহনকে জেরার দাবি তুলল বিজেপি
man
নয়াদিল্লি: প্রাক্তন বেতার ও টেলিযোগাযোগ মন্ত্রী এ রাজার বয়ানকে কাজে লাগিয়ে এ বার সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করল বিজেপি৷ টুজি স্পেকট্রাম কেলেঙ্কারিতে এ বার মনমোহন সিংকে জেরার দাবি তুললেন দলের মুখপাত্র প্রকাশ জাভড়েকর৷

'যা কিছু হয়েছে, সবটাই প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে হয়েছে, এই বিষয়ে একটি সিদ্ধান্তও ব্যক্তিগত নয়', স্পেকট্রাম টু-জি সংক্রান্ত মামলায় আদালতের সামনে এমনই চাঞ্চল্যকর বয়ান দিয়েছেন রাজা৷ তার পরই মনমোহন সিংকেও সিবিআই জেরার দাবি তুলে তোপ দাগতে শুরু করেছে বিজেপি৷

জাভড়েকর জানিয়েছেন, রাজার এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এর পরও যদি সিবিআই মনমোহনকে জেরা না করে, তা হলে এই মামলার প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যাবে৷ টু-জি কেলেঙ্কারিতেই আটকে থাকেনি বিজেপি মুখপাত্রের আক্রমণ৷ গতিপথ বদল করে তিনি তুলেছেন কমনওয়েলথ গেমস সংক্রান্ত দুর্নীতির প্রসঙ্গও৷ জাভড়েকারের অভিযোগের অন্যতম প্রধান অস্ত্র ছিল কয়লা কেলেঙ্কারিও৷ এই বিষয়েও তাঁর আক্রমণের লক্ষ্য ছিলেন প্রধানমন্ত্রীই৷ জাভড়েকর দাবি করেন, কয়লা ব্লক বণ্টন ও মন্ত্রক সংক্রান্ত অন্যান্য সিদ্ধান্ত তো তিনিই নিয়েছিলেন৷ কাজেই এই বিষয়ে যা কিছু গরমিল হয়েছে, তার সবকিছুর জন্য তিনিই দায়ী৷

প্রথমে কমনওয়েলথ কমিটির চেয়ারম্যান করা হয়েছিল সুনীল দত্তকে৷ কিন্ত্ত পরে তাঁকে সরিয়ে ওই কমিটির মাথায় বসানো হয় সুরেশ কালমাডিকে৷ প্রধানত কালমাডির নিদের্শেই কমনওয়েলথ গেমস সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হয়৷ কয়েক হাজার কোটি টাকার এই কেলেঙ্কারিতে অভিযুক্ত কালমাডি পরে গ্রেপ্তারও হন৷

No comments:

Post a Comment