Wednesday, May 28, 2014

৩৭০ নিয়ে বিবৃতি দিয়ে বিতর্কে মন্ত্রী

৩৭০ নিয়ে বিবৃতি দিয়ে বিতর্কে মন্ত্রী


jitendra
নয়াদিল্লি: ক্ষমতায় এসেই তাদের অন্যতম বিতর্কিত প্রতিশ্রুতিটি নিয়ে কাজে নেমে পড়ল বিজেপি সরকার৷ মঙ্গলবার খোদ প্রধানমন্ত্রীর দপ্তর বা পিএমও থেকে ইঙ্গিত এসেছে, জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী সংবিধানের ৩৭০ ধারাটি তুলে দেওয়ার প্রচেষ্টায় পদক্ষেপ করতে যাচ্ছে সরকার৷ মঙ্গলবার পিএমও-র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন জম্মু-কাশ্মীর থেকে প্রথম বারের সাংসদ জিতেন্দ্র সিং৷ এ দিনই তিনি জানান, ৩৭০ ধারা তুলে দেওয়ার বিষয়ে পদক্ষেপ শুরু হবে দ্রুতই, এবং এর বিরোধীদের বোঝানোর চেষ্টা করা হবে৷ ক্যাবিনেট বৈঠকের পর এই মন্তব্যে জল্পনা শুরু হয়ে যায়, খোদ প্রধানমন্ত্রীই এমন ইঙ্গিত দিয়েছেন কি না৷

জিতেন্দ্র সিং-এর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া এসেছে জম্মু-কাশ্মীরের রাজনৈতিক মহল থেকে৷ টুইটারে কড়া ভাষায় বিজেপি সরকারকে চেতাবনি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও ইউপিএ জোটসঙ্গী ন্যাশনাল কনফারেন্সের প্রধান ওমর আবদুল্লা৷ সমালোচনায় মুখর হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল মেহবুবা মুফতির পিডিপি-ও৷ বিতর্ক সামলাতে রাতের দিকে জিতেন্দ্র সিং একটি বিবৃতি দিয়ে জানান, তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে এবং ৩৭০ ধারা নিয়ে তিনি যা বলেছেন তা সম্পূর্ণ তাঁর নিজের কথা, প্রধানমন্ত্রীর বক্তব্য তিনি তুলে ধরেননি৷ তবে তাতে ৩৭০ ধারা নিয়ে বিজেপির মতামত যে বদলাচ্ছে না তা-ও স্পষ্ট করে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গেই৷ আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, 'আপনারা জানেন নির্বাচনী প্রচারের সময় আমরা কি বলেছি৷ সরকার এ বিষয়ে যথেষ্ট আটঘাট বেঁধেই পদক্ষেপ করবে৷'

সিং এ দিন জানান, সরকার তথা প্রধানমন্ত্রী চান, আলোচনা ও তর্ক-বিতর্কের মাধ্যমে ৩৭০ ধারা তুলে দেওয়ার যাঁরা বিরোধী তাঁদের বোঝানো হবে৷ এ বিষয়ে ওই রাজ্যের যুবসমাজের সঙ্গে কথাবার্তা বাড়ানোর প্রয়োজন আছে বলে জানান তিনি৷ তাঁর কথায়, 'আলোচনা ও বিতর্ক হওয়া দরকার৷ না হলে বিরোধীদের কী ভাবে বোঝানো যাবে ৩৭০ ধারা থাকার কারণে তাঁর কী কী প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন? প্রধানমন্ত্রী চান এ নিয়ে বিতর্ক হোক৷ গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাঁর সম্পূর্ণ মর্যাদা রয়েছে৷' বিজেপির পক্ষে যে এতে তেমন অসুবিধা হবে না তেমনটাও মনে করেন সিং৷ সে প্রসঙ্গে রাজ্যে বিজেপির প্রায় ৫০ শতাংশ ভোট শেয়ার থাকার প্রসঙ্গও তোলেন তিনি৷

এর পর পরই টুইটারে ওমর লেখেন, 'প্রতিমন্ত্রী ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে কথা বলছেন৷ এর মধ্যেই শুরু হয়ে গেল?' এই ধারাকে রাজ্য ও বাকি দেশের মধ্যে 'একমাত্র সাংবিধানিক সূত্র' আখ্যা দিয়ে তাঁর বক্তব্য, 'এই টুইটটা সেভ করে রাখুন, মিলিয়ে নেবেন - মোদী সরকার স্মৃতির বাইরে চলে যাওয়ার অনেক পরেও ৩৭০ ধারা তাকবে৷ না হলে জম্মু-কাশ্মীর ভারতের অঙ্গই থাকবে না৷' বিতর্ক আরও বাড়ার আগেই জিতেন্দ্র সিং বিবৃতি দিয়ে জানান,'আমার কথাকে ভুল ভাবে উদ্ধৃত করা হয়েছে৷ আমি প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে কিছু বলিনি৷ এই ধরনের কথা ভিত্তিহীন৷' এর পর ওমরের সংক্ষিপ্ত তির্যক মন্তব্য, 'এটা হল, ফার্স্ট ডে, ফার্স্ট শো'৷ 
http://eisamay.indiatimes.com/nation/MoS-in-controversy-after-delevering-comment-on-article-370/articleshow/35656301.cms

No comments:

Post a Comment