Thursday, May 8, 2014

মথুরায় হেমার ‘ডুপ্লিকেট’, খরচ ৫ কোটি!

মথুরায় হেমার ‘ডুপ্লিকেট’, খরচ ৫ কোটি!

hema
এই সময় ডিজিটাল ডেস্ক: হেমা মালিনী বনাম হেমা মালিনী। মথুরায় এই ডাবল হেমায় 'ঘেঁটে ঘ' জনসাধারণ। কি বুঝতে অসুবিধা হচ্ছে? এ বারের লোকসভা নির্বাচনে মথুরা কেন্দ্র থেকে 'নেমসেক'-এর বিরুদ্ধে লড়বেন বিজেপি প্রার্থী হেমা।

কিন্তু কে এই দ্বিতীয় হেমা?

সম্প্রতি একটি নিউজ চ্যানেলের স্টিং অপারেশনে এই নির্দলীয় হেমা মালিনীকে পরিষ্কার বলেতে শোনা গিয়েছে, ৫ কোটি টাকার লোভে তিনি বিজেপি প্রার্থী অভিনেত্রী হেমা মালিনীর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে রাজি হয়েছেন। শুধু এটাই কারণ নয়, মূল উদ্দেশ্য নামের গেরোয় জনতাকে ঘুরপাক খাইয়ে কিছু ভোট কাটা। এ কথা আবার নিজের মুখে স্বীকারও করে নিয়েছেন দ্বিতীয় হেমা। এর জন্যই তাঁর ভোটের প্রতীক ফুলকপি। যা কিনা পদ্মের সঙ্গে অনেকেই গোলমাল করবেন। এর প্রভাব ভোট বাক্সে পড়লে তো বিরোধীদের 'বল্লে বল্লে'।

ঘটনা প্রকাশ্যে আসতেই নড়চড়ে বসেছে রাজ্য নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা বিশাল চৌহান ভিডিওটি পরীক্ষা করার পর সদর থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন। ডেপুটি কালেক্টর অঞ্জনি কুমারের নেতৃত্বে এই পুরো ব্যাপারটি পরিচালিত হচ্ছে।

কথায় আছে, 'লোভে পাপ, পাপে ....।' সে শব্দ উহ্য রেখেই বলা যেতে পারে, ৫ কোটির লোভের ফল শেষ পর্যন্ত কী হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে জনতা জনার্ধন। 

No comments:

Post a Comment