Saturday, May 10, 2014

আওয়ামী লীগ নীরব কেন ?

আওয়ামী লীগ নীরব কেন ?
নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে যা ঘটছে, তাকে কেবল আইনশৃঙ্খলাজনিত সমস্যা বললে ভুল হবে৷ এটি হলো ক্ষমতাকেন্দ্রিক অসুস্থ রাজনীতির অনিবার্য পরিণাম৷ রাজনীতি যখন অবৈধ সম্পদ রক্ষা এবং সন্ত্রাসের পাহারাদারে রূপ নেয়, তখন প্রচলিত আইন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অকেজো হয়ে পড়ে৷ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা দেশবাসীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে নূর হোসেন নামের দানবকে রোখার শক্তি ও সাহস ক্ষমতাসীন দলটির নেই৷ এর চাক্ষুষ প্রমাণ, ঘটনার দুই সপ্তাহ পার হয়ে গেলেও দলীয়ভাবে কেন্দ্র বা স্থানীয় পর্যায়ে তঁার এবং তঁার সহযোগীদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি৷
নূর হোসেন যে কোটি কোটি টাকা অবৈধ উপায়ে অর্জন করেছেন, তার ভাগ পেয়েছেন সবাই৷ আর এসব কারণেই তিনি সাত খুনের মেতা ঘটনা ঘটাতে পেরেছেন৷১ মে গাজীপুরের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, হত্যা ও গুমের সঙ্গে বিএনপি জড়িত৷ নারায়ণগঞ্জের ঘটনার পর তা প্রমাণিত হয়নি৷ আওয়ামী লীগ নেতা নূর হোসেন একাই সাত খুনের ঘটনা ঘটিয়েছেন বলে আলামত পাওয়া যাচ্ছে৷ এটাই হলো আওয়ামী লীগের বিএনপি ও জামায়াতমুক্ত শাসনের নমুনা৷
বিএনপি ও জামায়াতে ইসলামী যে দেশের ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, সে সম্পর্কে আওয়ামী লীগের নেতারা হরহামেশা জনগণকে সজাগ থাকতে বলছেন৷ কিন্তু নারায়ণগঞ্জে সাত খুনের সঙ্গে বিএনপির কারও নাম অাসেনি৷ সব নামই আওয়ামী লীগের, যুবলীগের ও ছাত্রলীগের৷ তাহলে গণতন্ত্রের বিরুদ্ধে আসল ষড়যন্ত্র কারা করছেন, তা বুঝতে অসুবিধা হয় না৷
আগে যেকোনো ঘটনায় আওয়ামী লীগের নেতাদের অতি মাত্রায় সরব দেখা যেত৷ কিন্তু নারায়ণগঞ্জের ঘটনায় আওয়ামী লীগের বাকপটু নেতা-মন্ত্রীরাও নিশ্চুপ৷ এত বড় হত্যাকাণ্ডের পরও আওয়ামী লীগের পক্ষ থেকে একটি মানববন্ধন বা শোকসভাও করা হয়নি৷ না নারায়ণগঞ্জে, না ঢাকায়৷ তাদের এ নীরবতা কিসের ইঙ্গিত দেয়? 

No comments:

Post a Comment