Saturday, May 10, 2014

তদন্ত কমিটির প্রতিবেদন: ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে! সাবেক প্রতিমন্ত্রী দুই সচিবসহ ১৩ জন দায়ী

তদন্ত কমিটির প্রতিবেদন: ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে!

সাবেক প্রতিমন্ত্রী দুই সচিবসহ ১৩ জন দায়ী

     
.

মুক্তিযুদ্ধের সম্মাননা স্মারক হিসেবে দেওয়া ক্রেস্টে স্বর্ণ জালিয়াতির জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, মন্ত্রণালয়ের সাবেক সচিব মিজানুর রহমান, বর্তমান সচিব কে এইচ মাসুদ সিদ্দিকীসহ ১৩ কর্মকর্তা ও দুই সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়ী করেছে তদন্ত কমিটি ৷

স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক ও সংগঠনকে সম্মাননা দেয় সরকার৷ সম্মাননার স্মারক হিসেবে এই বিশিষ্টজনদের একটি করে ক্রেস্ট দেওয়া হয়৷ প্রতিটি ক্রেস্টে এক ভরি স্বর্ণ ও ৩০ ভরি রুপা থাকার কথা ছিল৷ কিন্তু সম্মাননা দেওয়ার সময় বিএসটিআইয়ে একটি ক্রেস্ট পরীক্ষা করায় মন্ত্রণালয়৷ তাতে দেখা যায়, ক্রেস্টটিতে এক ভরির জায়গায় সোয়া তিন আনা স্বর্ণ এবং রুপার বদলে ৩০ ভরি পিতল, তামা ও দস্তা দেওয়া হয়েছে৷


তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ম মানা হলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই অশুদ্ধ ক্রেস্ট সংগ্রহ করার সুযোগ আসত না৷ রাষ্ট্রের আর্থিক ক্ষতি হতো না৷ দেশ-বিদেশে সরকার ও রাষ্ট্রের অপূরণীয় সম্মানহানি ও ভাবমূর্তি বিনষ্ট হতো না৷

http://www.prothom-alo.com/bangladesh/article/211879/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95_%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80_%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87_%E0%A6%B8%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%B9_%E0%A7%A7%E0%A7%A9_%E0%A6%9C%E0%A6%A8_%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%80
__._,_.___

No comments:

Post a Comment