Friday, May 2, 2014

বিজেপিকে প্রিয়াঙ্কা যা বলার প্রকাশ্যে বলুন, কাপুরুষের মতো নয়

বিজেপিকে প্রিয়াঙ্কা

যা বলার প্রকাশ্যে বলুন, কাপুরুষের মতো নয়


প্রিয়াঙ্কা গান্ধীপ্রিয়াঙ্কা গান্ধীকংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র গতকাল শুক্রবার বিজেপির উদ্দেশে ‘কাপুরুষের মতো’ কাজ না করে যা বলার প্রকাশ্যে বলার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে রাহুল গান্ধী আবারও দেশকে জাত ও ধর্মের দিক থেকে বিভক্ত করার অভিযোগ তুলেছেন বিজেপির নেতাদের বিরুদ্ধে।
গতকাল উত্তর প্রদেশের আমেথিতে প্রচারণার সময় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, তাঁর মা সোনিয়া গান্ধী ও বড় ভাই রাহুল গান্ধীর বিরুদ্ধে বিষোদ্গার ও কুৎসাপূর্ণ প্রচারপত্র আমেথির মানুষের বাড়ির দরজার বাইরে স্তূপ করে রেখে যাওয়া হচ্ছে।
রাহুল গান্ধী আমেথি থেকে তৃতীয়বারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রিয়াঙ্কা বলেন, ‘তারা বিভিন্ন প্রচারপত্র ও পুস্তিকা রাতের আঁধারে দরজার বাইরে রেখে যাচ্ছে। পারলে এ কাজটি প্রকাশ্যে করুন। এটি আদর্শের লড়াইয়ের প্রশ্ন। আপনাদের কিছু বলার থাকলে তা প্রকাশ্যে বলুন। কাপুরুষের মতো করে নয়।’
এদিকে, কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী দেশকে জাত ও ধর্মের দিক থেকে বিভক্ত করার জন্য বিজেপির নেতাদের অভিযুক্ত করেছেন। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের দুটি সভায় বক্তৃতা করেন তিনি। এবারের নির্বাচনকে আদর্শের লড়াই আখ্যা দেন রাহুল। টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।

No comments:

Post a Comment