Thursday, May 29, 2014

শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণী!

শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণী!
মোদি সরকারের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিয়েছেন স্মৃতি জুবিন ইরানি। পরের দিনই হইচই স্নাতকও নন মন্ত্রী স্মৃতি, নেহাতই দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা! বিতর্কের সেই কেঁচো খুঁড়তে খুঁড়তে বড়সড় সাপও বেরিয়ে পড়ল শিক্ষাগত যোগ্যতা নিয়ে নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা দিয়েছেন স্মৃতি, তাতেও অসঙ্গতি রয়েছে। অভিযোগ, এই কাজ রীতিমতো ফৌজদারি অপরাধ। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইনের।
২০০৪ সালে লোকসভা নির্বাচনের সময় স্মৃতি জানিয়েছিলেন, তিনি বিএ পাস। অথচ দশ বছর পর এবারের নির্বাচনে জানাচ্ছেন, তিনি বাণিজ্য শাখায় পার্টওয়ান পর্যন্ত পড়েছেন। তাহলে কোনটা ঠিক? স্মৃতি এখন রাজ্যসভার সদস্য। রাজ্যসভার ওয়েবসাইটে তাঁর শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে বসন্ত বিহারের হোলি চাইল্ড অক্সিলিয়াম ও দিল্লী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। কিন্তু তাঁর ডিগ্রী নিয়ে স্পষ্ট কিছু বলা নেই। যদিও মন্ত্রী হতে গেলে শিক্ষাগত যোগ্যতার কোন মাপকাঠি নেই। স্কুলের গণ্ডিতে পা না রেখেও মন্ত্রী হওয়া যায়। পুঁথিগত শিক্ষা না থেকেও মন্ত্রী হিসেবে সফল, এমন নজিরও রয়েছে। কিন্তু বিরোধী কংগ্রেস নেতারা মনে করছেন, দেশের শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষিত হবেন- দেশবাসী এমনটাই প্রত্যাশা করেন।
কংগ্রেস নেতা অজয় মাকেন মঙ্গলবার টুইট করে বলেছিলেন, ‘কেমন মন্ত্রিসভা সাজিয়েছেন মোদি? মানবসম্পদ উন্নয়নমন্ত্রী নিজে স্নাতকই নন!’ এর পর আবার বুধবার কংগ্রেস হাইকমান্ডের তরফে সাংবাদিক বৈঠক করে অভিষেক মনু সিঙ্ঘভি ঠেস দিয়ে বলেন, ‘কংগ্রেস কারও ব্যক্তিগত সমালোচনা করে না। মোদির সরকারে এমন মন্ত্রীও রয়েছেন, যাঁদের পড়াশোনার দৌড় অষ্টম বা দশম শ্রেণী পর্যন্ত। কিন্তু মানবসম্পদ উন্নয়নমন্ত্রী বলে কথা। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা কী বর্তমান মন্ত্রীর রয়েছে? মনে রাখতে হবে মওলানা আবুল কালাম আজাদ, নুরুল হাসান, সিদ্ধার্থ শঙ্কর রায়, কে সি পন্থ, কর্ণ সিংহ, মুরলীমনোহর জোশীর মতো নেতারা দেশের শিক্ষামন্ত্রী হয়েছিলেন।’ স্মৃতির দু’বার দু’রকম হলফনামা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। স্মৃতি অবশ্য বুধবার জবাব এড়িয়ে গেছেন। সাংবাদিকদের সঙ্গে দেখাও করতে চাননি তিনি।

No comments:

Post a Comment