Friday, May 9, 2014

এক কাপ চা ১৩ হাজার ডলার

এক কাপ চা ১৩ হাজার ডলার
এক কাপ চায়ের জন্য আপনাকে ১৩ হাজার ডলার খরচ করতে হবে, ভাবতে পারেন? আমরা এককাপ চায়ের জন্য পাঁচ থেকে ৬ টাকা খরচ করি। দামী রেস্টুরেন্ট হলে এক শ’ টাকাও হয় কোন কোন সময়। কিন্তু তাই বলে তের হাজার ডলার। এটা অবিশ্বাস্যই মনে হয়। কিন্তু ব্যাপারটি সত্যি। এত দাম হওয়ার কারণ সর্বোৎকৃষ্ট চা বলে। একবার খেলেই মুখে তার রেশ লেগে থাকবে অনেক সময় ধরে। এই চা আবার তৈরি হবে মেশিনের সাহায্যে। দুধ, চিনির পরিমাণ ঠিক করে হাতের সাহায্যে চামচ দিয়ে নাড়ানাড়ির প্রয়োজন পড়বে না এই চা তৈরিতে।
অনেকেই মনে করেন চা তৈরি করা খুবই সহজ। অনেকেই ভাবেন তাঁরা নিখুঁতভাবে প্রয়োজনীয় সব উপাদানসহ চা তৈরি করতে পারেন। তবে আমেরিকান এক কোম্পানি কিন্তু ভিন্ন সুরে কথা বলছে। তাঁরা বলছেন একজন মানুষের হাতে তৈরি চা কখনই উৎকৃষ্ট হতে পারে না। তাঁরা উৎকৃষ্ট চা তৈরির ক্ষেত্রে জোর দিয়েছেন মেশিনে তৈরি চায়ের প্রতি।
মেশিনে তৈরি হাতের স্পর্শ ছাড়া চা হচ্ছে সর্ব উৎকৃষ্ট চা। এই কোম্পানির নাম বেকন। এই কোম্পানি বলছে, এ রকম মেশিনে তৈরি প্রতি কাপ চায়ের দাম পড়বে ১৩ হাজার ডলার, অর্থাৎ প্রায় ৮ হাজার ইউরোর মতো।
বেকন বলছে, চা তৈরির জন্য তাদের রয়েছে সবচেয়ে উন্নত প্রযুক্তি। কোন রকম হাতের স্পর্শ ছাড়াই তাঁরা তৈরি করতে পারেন উৎকৃষ্ট মানের চা যা অন্য কারও দ্বারা সম্ভব হবে না। মেশিনে চা তৈরির জন্য সময় লাগবে মাত্র ৯০ সেকেন্ড।
তবে বেকনের চা তৈরির মেশিনগুলো এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এ বছরের শেষ দিকে বিক্রির কাজে নামবেন বলে তাঁরা আশা প্রকাশ করছেন। তখন মেশিনে তৈরি সর্বোৎকৃষ্ট চা খেতে আপনাকে খরচ করতে হবে তৈর হাজার ডলার।
সূত্র : ডেইলি মিরর
ইব্রাহিম নোমান

No comments:

Post a Comment