Monday, May 19, 2014

জল নিয়ে বিবাদ, বাড়িওয়ালার গুলিতে খুন ভাড়াটে

জল নিয়ে বিবাদ, বাড়িওয়ালার গুলিতে খুন ভাড়াটে

murder
এই সময়: জল নিয়ে বিবাদের জেরে প্রকাশ্য দিবালোকে বাড়িওয়ালার গুলির শিকার হলেন ভাড়াটে যুবক৷ বাড়িওয়ালার সিঙ্গল ব্যারেল রাইফেলের গুলি পেট ফুঁড়ে দিল বছর তিরিশের ওই যুবকের৷ গার্ডেনরিচে কয়েকশো মানুষের সামনে রবিবার বিকেলে এই ঘটনা ঘটলেও নাগাল পাওয়া যায়নি বাড়িওয়ালা ও তার ভাইয়ের পরিবারের৷ ঘটনার পর থেকেই বেমালুম বেপাত্তা তারা৷
পেশায় ট্যাক্সিচালক, নিহত ওই যুবকের নাম মনোজ যাদব৷ নামী বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী, মনোজের বাড়িওয়ালা দীপক চৌধুরি ও তার ভাই সঞ্জীবের খোঁজে তল্লাশি শুরু করেছে গার্ডেনরিচ থানার পুলিশ৷ শুধু মাত্র জল নেওয়া কে কেন্দ্র করেই এই খুন, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷ পাশাপাশি সিকিউরিটি এজেন্সির লাইসেন্সড গান কী ভাবে অভিযুক্তরা বাড়িতে আনার সুযোগ পেল, তারও তদন্ত শুরু হয়েছে৷

নিহত মনোজ যাদবের বাড়ি গার্ডেনরিচের ব্যানার্জিপাড়া লেনে৷ রবিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, যেখানে বিবাদের শুরু তার প্রায় আধ কিলোমিটার দূরে এই খুনের ঘটনা ঘটেছে৷ জনবহুল হরিমোহন ঘোষ রোড থেকে ব্যানার্জিপাড়া লেনে ঢোকার ঠিক মুখে মনোজকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে সঞ্জীব৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে৷

গার্ডেনরিচের জে৫১৩/৫ বাড়িতে চৌধুরি পরিবারের বাস৷ প্রায় পাঁচ বছর আগে জগদ্দলের বাসিন্দা মনোজ স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে দীপক চৌধুরিদের বাড়ি ভাড়া নেন৷ বেশ কিছুদিন ধরেই মনোজের সঙ্গে দীপক এবং তার ভাই সঞ্জীবের জল নিয়ে বিবাদ চলছিল৷ এলাকার বাসিন্দা কৈলাশ সাউয়ের অভিযোগ, দীপকরা একটি টাইম কলের দখল নিয়ে রেখেছিল৷ সেখানে অন্য কারও জল নিতে যাওয়ার সুযোগ ছিল না৷ ভাড়াটে হওয়ায় মনোজের পরিবারেরও ওই টাইম কল থেকে জল নেওয়ার কথা থাকলেও অধিকাংশ সময়েই তা দখলে থাকত চৌধুরি পরিবারের৷ রবিবার সকালে মনোজের স্ত্রী তাঁর দুই মেয়েকে নিয়ে জগদ্দলের বাড়িতে যান৷ মনোজ বাড়িতেই ছিলেন৷ সকালেই কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে সঞ্জীবদের সঙ্গে মনোজের ফের একদফা ঝামেলা হয়৷ তা নিয়ে বচসা গড়ায় বিকেল পর্যন্ত৷ পৌনে চারটে নাগাদ আবার বচসা শুরু হয়৷ তারপর মনোজ বাড়ি থেকে বেরিয়ে হরিমোহন ঘোষ রোডের দিকে রওনা দিলে দীপক, সঞ্জীব তার মা এবং বোন একসঙ্গে তাঁর পিছু নেয়৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীপক এবং সঞ্জীবের হাতে ছিল রাইফেল৷ বাকি দু'জনের হাতে ছিল লাঠি আর চপার৷ এলাকার লোকেদের সরিয়ে দেওয়ার জন্য দীপক নিজের রাইফেল থেকে শূন্যে গুলি ছোড়ে৷ ভয় পেয়ে অনেকেই নিজের বাড়িতে ঢুকে পড়েন৷ রাস্তা ফাঁকা হতেই মনোজকে চেপে ধরে তাঁর পেটে সঞ্জীব গুলি চালায় বলে অভিযোগ৷ তারপর দ্রুত ঘরে তালা লাগিয়ে চৌধুরি পরিবার এলাকা ছেড়ে পালায়৷

স্থানীয় বাসিন্দা ওমপ্রকাশ সাউ জানান, বস্তি এলাকা হলেও ফতেপুরের এই অংশে প্রায় ১০ থেকে ১৫টি টাইম কল রয়েছে৷ সেখানে জল নিয়ে প্রায়শই বিবাদে জড়িয়ে পড়েন বাসিন্দারা৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুধু মনোজই নয়, এলাকার বাসিন্দাদের সঙ্গে জল নিয়ে চৌধুরি পরিবারের ঝামেলা লেগেই থাকত৷ তাদের দখলে থাকা কলে জল নিতে গেলে দুই ভাই রাইফেল বের করে প্রাণে মেরে ফেলার হুমকি দিত পড়শিদের৷ তাই ভয়ে পড়শিরা তাদের কিছু বলার সাহস পেতেন না৷ ডিসি (বন্দর) ভি নিশাকুমার সলোমন জানিয়েছেন, নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সঞ্জীবের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে৷ অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি৷

No comments:

Post a Comment