Sunday, May 4, 2014

সাক্ষাৎকারে রাজনাথ সিং সরকারে আদভানির ভূমিকা ঠিক হবে আলোচনায়

সাক্ষাৎকারে রাজনাথ সিং

সরকারে আদভানির ভূমিকা ঠিক হবে আলোচনায়

এল কে আদভানি
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি রাজনাথ সিং বলেছেন, লোকসভা নির্বাচনে বিজেপি জিতলে নতুন সরকারে এল কে আদভানিসহ দলের জ্যেষ্ঠ নেতাদের ভূমিকা কী হবে, তা আলোচনা করেই ঠিক করা হবে। সেই আলোচনায় আদভানিও থাকবেন।
ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রাজনাথ এ কথা বলেন। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসছে—এ ব্যাপারে তিনি দারুণ আশাবাদী। সরকার বা মন্ত্রিসভার গঠন নিয়ে দলীয় আলোচনা হবে ১৬ মে নির্বাচনের ফল ঘোষণার পর।
আদভানি ছাড়াও সরকারে সুষমা স্বরাজ, নীতিন গড়কারির মতো জ্যেষ্ঠ নেতাদের ভূমিকা কেমন হতে পারে—এমন এক প্রশ্নের জবাবে রাজনাথ বলেন, নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর দলের পার্লামেন্টারি বোর্ডের সভা ডাকা হবে। সেখানেই এসব নিয়ে সিদ্ধান্ত হবে। তিনি বলেন, দলে অনেক সৎ ও দক্ষ নেতা আছেন। ফল ঘোষণার পরই কাকে কোন দায়িত্ব দেওয়া যায়, তা নিয়ে সিদ্ধান্ত হবে।
বিজেপি ক্ষমতায় এলে সরকারে তার ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত কট্টরপন্থী গোষ্ঠী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রভাব থাকবে বলে মনে করছেন অনেকে। কারণ বিজেপির কিছু নেতাও ওই সংঘের সঙ্গে আছেন।
এ বিষয়ে প্রশ্ন করা হলে রাজনাথ বলেন, ‘আমরা সবাই নিজেদের স্বয়ংসেবক। কোনো সময় আরএসএসের অভিজ্ঞতার প্রয়োজন হলে আমরা তাদের সহায়তা নেব। তবে এটা নিশ্চিত করে বলতে পারি, সরকারে তাঁদের নিয়ন্ত্রণ থাকবে না।’ টাইমস অব ইন্ডিয়া।

No comments:

Post a Comment