Sunday, May 4, 2014

কংগ্রেসের সমর্থন অপরিহার্য নতুবা বিকল্প ধর্মনিরপেক্ষ জোটের পক্ষে সরকার গঠন সম্ভব নয় ॥ কারাত

কংগ্রেসের সমর্থন অপরিহার্য
নতুবা বিকল্প ধর্মনিরপেক্ষ জোটের পক্ষে সরকার গঠন সম্ভব নয় ॥ কারাত
ভারতের সিপিএম দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত শনিবার বলেছেন, লোকসভা নির্বাচনের পর কোন সম্ভাব্য ধর্মনিরপেক্ষ বিকল্প কোয়ালিশনে কোন মুখ্য ভূমিকা পালন করার মতো যথেষ্ট শক্তি বাম দলগুলোর থাকবে না। এটি ছিল কারাতের এক অপ্রত্যাশিত খোলাখুলি স্বীকারোক্তি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
তৃতীয় ফ্রন্ট নামে অভিহিত বিকল্প ধর্মনিরপেক্ষ কোয়ালিশনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বামপন্থীদের ভূমিকা নিয়ে কংগ্রেসের আশঙ্কা এবং এরূপ কোন কোয়ালিশনের প্রতি সমর্থন দিতে এর অনীহা নিয়ে কারাতকে প্রশ্ন করা হয়। তিনি জবাবে বলেন, বামরা এ নির্বাচনে নিশ্চিতভাবেই লোকসভায় এর আসনসংখ্যা বৃদ্ধি করবে। কিন্তু আমাদের শক্তি বিকল্প কোয়ালিশনে কোন মুখ্য ভূমিকা পালন করার মতো যথেষ্ট হবে না। আমি কোন ভূমিকা পালন করব, কিন্তু সেটি কোন গুরুত্বপূর্ণ ভূমিকা হবে বলে আমি মনে করি না।
কারাত বলেন, কংগ্রেসের সমর্থন ব্যতিত বিকল্প ধর্মনিরপেক্ষ কোয়ালিশনের পক্ষে কোন সরকার গঠন করা সম্ভব হবে না। তিনি শনিবার নয়াদিল্লীতে ইন্ডিয়ান উইমেনস প্রেস কোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। একই দিন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী আমেথিতে বলেন যে, তার দল কোন ফ্রন্ট সমর্থন করবে না এবং পরবর্তী সরকার গঠন করার মতো যথেষ্ট সংখ্যক আসন পাবে।
এর একদিন আগে কারাত টাইমস অব ইন্ডিয়াকে বলেছিলেন, বিজেপিকে ক্ষমতায় যাওয়া থেকে বিরত রাখতে কংগ্রেস কোন ধর্মনিরপেক্ষ বিকল্প কোয়ালিশনকে সমর্থন করতে বাধ্য হবে।
কারাত বলেছিলেন, কোন বিকল্প ধর্মনিরপেক্ষ সরকার যাতে গঠিত হয়, তা নিশ্চিত করতে কংগ্রেসকেই এর ভূমিকা স্থির করতে হবে। তাদের এরূপ কোন পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। তাদের কোন বিকল্প ধর্মনিরপেক্ষ কোয়ালিশনের বিষয়ে এক ইতিবাচক মনোভাব গ্রহণ করতে হবে। কারাত বিশেষত উত্তর প্রদেশ ও বিহারে আরএসএস ক্যাডারদের নিয়ে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক প্রচার চালানোর দায়ে বিজেপি ও প্রধানমন্ত্রী পদে এর প্রার্থী নরেন্দ্র মোদির সমালোচনা করেন। কারাত বলেন, আমি ১৯৯০-এর দশকে এ ধরনের উগ্র ও সাম্প্রদায়িক প্রচারণা দেখেছি। এটি পরিষ্কার পরিকল্পনামাফিক করা হয়েছিল। হিন্দুত্ববাদী এজেন্ডাই মোদির ভাষণে স্পষ্ট হয়ে উঠে।
কিন্তু নির্বাচন কমিশন ও মিডিয়া এটিকে উপেক্ষা করার পথই বেছে নেয়। কারাত বলেন, আমি বাংলার একটি জেলায় আরএসএসের ছাড়ানো এক বেনামী লিফলেট নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছিলাম। এটি ছিল এর নগ্ন সাম্প্রদায়িক প্রচার। কিন্তু ইসি এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। এটি দেশের জন্য অশুভ বার্তা বহন করে।
বামপন্থীদের সম্ভাব্য মিত্র দল, যেমন সমাজবাদী পার্টির (এসপি) ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এসপির পক্ষে বিস্তারিত বক্তব্যে যেতে চাই না। দলটি ১৯৮০ ও ১৯৯০-এর দশকে সাম্প্রদায়িকতা প্রতিরোধ করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
কারাত বাংলায় তৃতীয় পর্যায়ে নিরপেক্ষ উপায়ে ভোটগ্রহণ নিশ্চিত করতে ইসির ভূমিকার সমালোচনা করেন।
তিনি বলেন, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ব্যাপক ভোট কারচুপি, বুথ দখল ও সহিংসতার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে না নেয়ায় ইসিকে নিয়ে আমরা হতাশ। বাংলার প্রচার মাধ্যমে এ নিয়ে অনেক সংবাদ বেরিয়েছে। বাম দলগুলোর পাশাপাশি কংগ্রেস ও বিজেপিও অবিলম্বে হস্তক্ষেপ করে নতুন করে ভোট নিতে ইসিকে বলেছিল। কিন্তু ইসি এখনও পর্যন্ত কোন প্রতিকারমূলক ব্যবস্থা নেয়নি।
কারাত আস্থা ব্যক্ত করেন যে, যদি বাংলায় নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়, তবে বামপন্থীরা অবশ্যই ভাল করবে।

No comments:

Post a Comment