Sunday, May 4, 2014

মমতার সুরে মোদীর বিরুদ্ধে সরব বুদ্ধ-বিমান

মমতার সুরে মোদীর বিরুদ্ধে সরব বুদ্ধ-বিমান

buddys
এই সময়, কলকাতা ও পূর্ব মেদিনীপুর: নরেন্দ্র মোদীর 'বাংলাদেশি খেদাও' মন্তব্যের প্রতিবাদ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিজেপির বিরুদ্ধে সুর চড়াল বামেরাও৷ মমতা যেমন এই ইস্যুতে রবিবার মোদীর গ্রেপ্তারি চেয়েছেন, তেমনই বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর বিরুদ্ধে একযোগে তোপ দেগেছেন বুদ্ধদেব ভট্টাচার্য ও বিমান বসুও৷

রবিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ে জনসভায় সিপিএম পলিটব্যুরোর সদস্য বুদ্ধদেববাবু মোদীর সমালোচনা করে বলেছেন, 'বিজেপি তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম যে দিন ঘোষণা করে, সে দিনই উত্তরপ্রদেশে দাঙ্গা হয়েছিল৷ বিজেপি ক্ষমতায় এলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে৷ তাই সবাইকে সতর্ক থাকতে হবে৷' আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক ডেকে বামফ্রন্ট চেয়ারম্যান তথা সিপিএম রাজ্য সম্পাদক বিমানবাবু সুর আরও চড়িয়েছেন৷ বলেছেন, 'আপনি (মোদী) মানুষের মধ্যে বিভেদ জাগিয়ে তুলছেন৷ রাজ্যের সর্বনাশ হবে৷ দুটো ভোটের জন্য মরিয়া হয়ে মানুষের মধ্যে যে বিভাজন করছেন, তা ভয়ঙ্কর৷'

এদিন বাঁকুড়া ও আসানসোলে নির্বাচনী জনসভায় মোদী ধর্মের ভিত্তিতে আলাদা করেছেন শরণার্থীদের৷ বলেছেন, 'যাঁরা ধর্মের কারণে বাংলাদেশ থেকে এ রাজ্যে শরণার্থী হয়ে এসেছেন, তাঁদের স্বাগত৷ গত রবিবার শ্রীরামপুরে এক জনসভায় তিনি অবশ্য আরও খোলাখুলি বলেছিলেন, 'বিহার, উত্তরপ্রদেশের যে সব মানুষ এ রাজ্যে বহুদিন বসবাস করছেন, তাঁদের শুধুমাত্র প্রতিবেশী হিসেবে দেখা হয়৷ পশ্চিমবঙ্গে তাঁরা কোনও সুযোগ-সুবিধা পান না৷ অথচ, বাংলাদেশ থেকে আগতদের দেখলে মুখ্যমন্ত্রীর চোখ চকচক করে ওঠে৷ তৈরি থাকুন, ১৬ মে-র পর এই সব বাংলাদেশিদের বাক্স-প্যাঁটরা গোছাতে হবে৷'

মোদী সংখ্যালঘুদের আক্রমণ করায় স্বভাবতই তাঁর বিরুদ্ধে ময়দানে নেমেছে তৃণমূল-বামফ্রন্ট৷ মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন৷ ভোট বড় বালাই৷ তাই এ বার বামেরাও সেই সুরে সুর চড়িয়েছে৷ বিমানবাবু এদিন সাংবাদিক বৈঠকে বলেন, 'মোদী ভয়ঙ্কর কথা বলছেন৷ যা বাংলার পক্ষে ভয়াবহ৷ আসামে গিয়েও তিনি বাংলাদেশিদের নিয়ে এমন মন্তব্য করেছেন৷ তার ফলে শিলচরে আগুন জ্বলছে৷ তিনি যা খুশি করতে পারেন৷ তবে আমরা বলছি, যে যেখানে বসবাস করেন, সে সেখানেই থাকবেন৷' যে নির্বাচন কমিশনের প্রতি বামেরা গত তিন দিন ধরে তাদের অনাস্থা জ্ঞাপন করে আসছে, এই পরিস্থিতিতে সেই নির্বাচন কমিশনকেই বাম নেতারা বলতে বাধ্য হয়েছেন, 'মানুষের মধ্যে যাতে অবিশ্বাস না-ছড়ায়, সে দিকে কমিশন নজর দিক৷' পাশাপাশি ধর্মের ভিত্তিতে ভোট ভাগাভাগি ঠেকাতে আমজনতার কাছে বিমানবাবুর আবেদন, 'মানুষ সজাগ থাকুন, যাতে বিভাজন না-হয়৷'

No comments:

Post a Comment