চট্টগ্রামে মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ
http://www.allbanglanewspapers.com/janakantha.html
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকায় বেতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। তারা সড়কে নেমে এসে যান চলাচল বন্ধ করার চেষ্টা করে। তবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে বিমানবন্দর সড়কে।
বন্দরটিলা এলাকার নিউকন গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে আধাঘণ্টার জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়। বর্তমানে কারখানাটি লে-অফ অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার এ প্রতিষ্ঠানের স্থায়ী শ্রমিকদের লে-অফকালীন প্রথম মাসের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু এ সময় অস্থায়ী শ্রমিকরাও মজুরির জন্য বিক্ষোভ শুরু করে।
নিয়মানুযায়ী শুধু স্থায়ী শ্রমিকরাই লে-অফকালীন নির্দিষ্ট হারে মজুরি পেয়ে থাকে।
শিল্প পুলিশের পরিদর্শক আরিফুর রহমান এ বিষয়ে সাংবাদিকদের জানান, নিউকন গার্মেন্টসে প্রায় সাড়ে ৪শ’ শ্রমিক রয়েছে, এর মধ্যে স্থায়ী শ্রমিকের সংখ্যা ১৯২ জন। লে-অফ চলাকালে অস্থায়ী শ্রমিকরা মজুরি পান না। তার পরও বিক্ষোভ শুরু করে দেয়ায় এ ব্যাপারে একটি সুরাহার আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেয়া হয়েছে। আগামী রবিবার এ বিষয়ে মালিক ও শ্রমিকদের নিয়ে বৈঠক হবে। পরিস্থিতি যেন অপ্রীতিকর অবস্থার দিকে না গড়ায় সে জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গজারিয়া গণহত্যা দিবস আজ
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ আজ ৯ মে গজারিয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী ৩শ’ ৬০ জন নারীও শিশুসহ নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। মুন্সীগঞ্জ জেলার মেঘনা ও মেঘানার শাখা নদী ফুলদী তীরের গোসাইরচর, নয়নগর, বালুরচর, বাঁশগাঁও জেলেপাড়া, ফুলদী, নাগেরচর, কলসেরকান্দি, দড়িকান্দি ও গজারিয়া গ্রামে এই দিনটিতে কান্নার রোল পড়ে যায়। গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের এই গ্রামগুলোতে ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ চালায়। এই শহীদদের দাফন করার লোকও ছিল না গ্রামগুলোতে। তাই গণকবর দেয়া হয়। রাজধানী ঢাকার মাত্র ৩৮ কিলোমিটার সেই বধ্যভূমিগুলোও যথাযথভাবে সংরক্ষতি হয়নি স্বাধীনতার ৪৩ বছরেও। এই ভোরে পাকসেনারা পরিকল্পিতভাবে গজারিয়া এই নির্মম হত্যাযজ্ঞ চালায়। নিরস্ত্র নিরীহ গ্রামবাসীদের ওপর নির্বিচারে গুলি ও বেয়নেট দিয়ে হত্যা করে। কোন কিছু বুঝে উঠার আগেই ঘুমন্ত এবং নামাজরত মানুষের ওপর হামলা চালায়। গজারিয়ার ইউএনও ড. এটিএম মাহবুব-উল করিম জানান, এ ব্যাপারে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। দিনটি স্মরণে শুক্রবার মসজিদে মসজিদে দোয়া এবং পুস্পস্তবক ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
বন্দরটিলা এলাকার নিউকন গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে আধাঘণ্টার জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়। বর্তমানে কারখানাটি লে-অফ অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার এ প্রতিষ্ঠানের স্থায়ী শ্রমিকদের লে-অফকালীন প্রথম মাসের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু এ সময় অস্থায়ী শ্রমিকরাও মজুরির জন্য বিক্ষোভ শুরু করে।
নিয়মানুযায়ী শুধু স্থায়ী শ্রমিকরাই লে-অফকালীন নির্দিষ্ট হারে মজুরি পেয়ে থাকে।
শিল্প পুলিশের পরিদর্শক আরিফুর রহমান এ বিষয়ে সাংবাদিকদের জানান, নিউকন গার্মেন্টসে প্রায় সাড়ে ৪শ’ শ্রমিক রয়েছে, এর মধ্যে স্থায়ী শ্রমিকের সংখ্যা ১৯২ জন। লে-অফ চলাকালে অস্থায়ী শ্রমিকরা মজুরি পান না। তার পরও বিক্ষোভ শুরু করে দেয়ায় এ ব্যাপারে একটি সুরাহার আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেয়া হয়েছে। আগামী রবিবার এ বিষয়ে মালিক ও শ্রমিকদের নিয়ে বৈঠক হবে। পরিস্থিতি যেন অপ্রীতিকর অবস্থার দিকে না গড়ায় সে জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গজারিয়া গণহত্যা দিবস আজ
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ আজ ৯ মে গজারিয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী ৩শ’ ৬০ জন নারীও শিশুসহ নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। মুন্সীগঞ্জ জেলার মেঘনা ও মেঘানার শাখা নদী ফুলদী তীরের গোসাইরচর, নয়নগর, বালুরচর, বাঁশগাঁও জেলেপাড়া, ফুলদী, নাগেরচর, কলসেরকান্দি, দড়িকান্দি ও গজারিয়া গ্রামে এই দিনটিতে কান্নার রোল পড়ে যায়। গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের এই গ্রামগুলোতে ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ চালায়। এই শহীদদের দাফন করার লোকও ছিল না গ্রামগুলোতে। তাই গণকবর দেয়া হয়। রাজধানী ঢাকার মাত্র ৩৮ কিলোমিটার সেই বধ্যভূমিগুলোও যথাযথভাবে সংরক্ষতি হয়নি স্বাধীনতার ৪৩ বছরেও। এই ভোরে পাকসেনারা পরিকল্পিতভাবে গজারিয়া এই নির্মম হত্যাযজ্ঞ চালায়। নিরস্ত্র নিরীহ গ্রামবাসীদের ওপর নির্বিচারে গুলি ও বেয়নেট দিয়ে হত্যা করে। কোন কিছু বুঝে উঠার আগেই ঘুমন্ত এবং নামাজরত মানুষের ওপর হামলা চালায়। গজারিয়ার ইউএনও ড. এটিএম মাহবুব-উল করিম জানান, এ ব্যাপারে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। দিনটি স্মরণে শুক্রবার মসজিদে মসজিদে দোয়া এবং পুস্পস্তবক ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
No comments:
Post a Comment