Saturday, May 10, 2014

মোদীকে একাই রুখে দেয়ার ঘোষণা লালুর

মোদীকে একাই রুখে দেয়ার ঘোষণা লালুর

ইত্তেফাক ডেস্ক
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী যখন এবার দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসার স্বপ্ন দেখছেন তখন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) শীর্ষনেতা ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব একাই তাকে রুখে দেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি মোদীকে এল কে আদভানির 'চ্যালা' (শিষ্য) বলে কটাক্ষ করে বলেছেন, একদিন গুরুকে থামিয়ে দিয়েছিলাম এবার তার চ্যালা মোদীর স্বপ্নভঙ্গ করব। বিহারের মোতিহারিতে গতকাল শনিবার এক জনসভায় এভাবে মোদীকে কঠোর ভাষায় আক্রমণ করেন লালু।

কেন্দ্রীয় সরকারের সাবেক এই মন্ত্রী দাবি করেছেন, মোদী যদি ক্ষমতা লাভ করতে পারেন তবে ভারতের যতটুকু মঙ্গল হবে, অমঙ্গল হবে তার চেয়ে ঢের বেশি। তাই ১২ মে শেষ দফায় যারা ভোট দেবেন তারা যেন একটু ভালো করে চিন্তাভাবনা করেন। লালু আরো বলেন, ১৯৯০ সালে আদভানির তথাকথিত রথযাত্রা রুখে দিয়েছিলাম। ঠিক একই ভাবে তার কুখ্যাত চ্যালা মোদীকে ভোটযুদ্ধে রুখে দিব। মোদী সব খারাপ কাজ তার গুরু আদভানির কাছ থেকে শিখেছেন বলে তিনি মন্তব্য করে বলেন, মোদীর ধারণাতেও নেই আরজেডির ক্ষমতা আছে বিজেপির ভোটে জেতার আশা ব্যর্থতায় পর্যবসিত করে দেয়ার। উল্লেখ্য, ১৯৯০ সালে আদভানির বিতর্কিত রথযাত্রা থামিয়ে দিয়েছিলেন বিহারের তত্কালীন মুখ্যমন্ত্রী লালু। এমনকি তার নির্দেশে আদভানিকে গ্রেফতারও করেছিল পুলিশ। সেই প্রসঙ্গ তুলে গতকাল লালু বলেন, তখন আদভানির রথযাত্রার আশার বেলুন যেভাবে ছিদ্র করে দিয়েছিলাম, এবার একাই মোদীর প্রধানমন্ত্রী হবার আশার বেলুন একইভাবে ছিদ্র করে দেব। সাম্প্রদায়িক মোদীকে থামাতে বিহারে ১৯৭৭ সালের আদলে আন্দোলন শুরু হয়েছে এবং ইউপিএ জোটের পক্ষে ভোটের জোয়ার বইছে। তিনি বলেন, মোদী যদি প্রধানমন্ত্রী হতে পারেন তবে তিনি দেশকে বিভক্ত করে ফেলবেন। ভাইয়ে ভাইয়ে ঝগড়া বাঁধিয়ে দিবেন এবং সাম্প্রদায়িক দাঙ্গায় উসকানি দিবেন।

No comments:

Post a Comment