Thursday, May 8, 2014

২০১৫ অর্থবর্ষে কমতে পারে সোনার দাম

২০১৫ অর্থবর্ষে কমতে পারে সোনার দাম

Gold_Shot
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৫ অর্থবর্ষে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমে ২৫ হাজার টাকা হতে পারে। রেটিং সংস্থা ফিচ-এর শাখা ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ এ কথা জানিয়েছে। তারা আরও বলেছে, মার্কিন মুলুকে আনকনভেনশনাল মানিটারি পলিসি-ই (ইউএমপি) গুটিয়ে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এর কারণেই বিশ্ব বাজারে সোনার দাম কমবে। তার প্রভাব ভারতের বাজারেও পড়বে। ফলে সোনার দাম কমে প্রতি ১০ গ্রামে ২৫ হাজার থেকে ২৭ হাজারের মধ্যে ঘোরাফেরা করবে বলে অনুমান তাদের।

শুধু এটাই একমাত্র কারণ নয়। আরও একটি কারণের কথাও জানিয়েছে তারা। চিনের অভ্যন্তরীণ বাজারে হঠাত্ চাহিদা বাড়ায় ২০১৩-য় সোনার দাম অস্বাভাবিক বেড়েছিল। সে বছর সোনা আমদানিতে এক নম্বর স্থানটি ভারতের বদলে চিন দখল করেছিল। ভারতে প্রতি ১০ গ্রাম সোনার দাম প্রায় ৩৫ হাজার পর্যন্ত উঠে গিয়েছিল। সে তুলনায় চলতি অর্থবর্ষে চিনে সোনার চাহিদা অনেকটাই কম। ফলে এই জোড়া ফলায় সোনার দাম অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছে ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ।

No comments:

Post a Comment