Thursday, May 8, 2014

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি মোরসালিন মিজান

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি
মোরসালিন মিজান
http://www.allbanglanewspapers.com/janakantha.html
বাঙালীর প্রাণস্পন্দন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই মহামানবের কাছে আমাদের ঋণের কোন শেষ নেই। কতভাবে যে বাঙালীকে ঋণী করে গেছেন তিনি! বিপরীতে প্রেম পেয়েছেন। শ্রদ্ধা ভালবাসায় সিক্ত হয়েছেন। এই প্রেম এই শ্রদ্ধাবোধের সবচেয়ে বড় প্রকাশ ঘটে রবীন্দ্রজয়ন্তী অথবা প্রয়াণ দিবসে। বৃহস্পতিবার ছিল ২৫ বৈশাখ। ১৫৩তম জন্মজয়ন্তী। এ দিন বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদ্যাপন করেছে বাঙালী। বিশেষ করে বায়ান্ন বাজার তিপ্পান্ন গলির শহর ঢাকা ছিল মুখরিত। জন্মদিবসের কয়েক দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল উৎসব অনুষ্ঠান। এ সব আয়োজন জানান দিচ্ছিল, আসছে ২৫ বৈশাখ। আর যেদিন আসল সেদিনের কথা তো বলাই বাহুল্য। প্রায় সর্বত্রই যেন দৃশ্যমান হয়েছিলেন রবীন্দ্রনাথ। বিশেষ করে ছায়ানটে যেন উৎসবের রঙ লেগেছিল। বিশ্বকবির জন্মদিবসে এখানে আয়োজন করা হয় দুই দিনব্যাপী উৎসবের। সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রবীন্দ্রনাথের গান পাঠ আবৃত্তি নৃত্যসহ নানা আয়োজনে এদিন মুখরিত ছিল ছায়ানট। আজ শুক্রবারও চলবে রবীন্দ্র উৎসব।
শহরের প্রাণকেন্দ্র শাহবাগে রবীন্দ্রসঙ্গীত উৎসবের আয়োজন করেছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা। পাঁচ দিনব্যাপী উৎসব মঙ্গলবার থেকে জাতীয় গণগ্রন্থাগারে শুরু হয়েছে। এখানে প্রতিদিনই থাকছে গান কবিতাসহ বর্ণাঢ্য আয়োজন। নবীন প্রবীণ শিল্পীদের মিলনমেলা বসেছে এখানে। সেই সঙ্গে দল বেঁধে আসছেন রাজধানীর রবীন্দ্রপ্রেমী মানুষ। তাঁদের সাজে পোশাকে আলোচনায় কেবলই রবীন্দ্রনাথ। পঞ্চবিংশ জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসবের তৃতীয় দিন বৃহস্পতিবার কবিগুরুর জন্মদিবসে ‘যুগমানব রবীন্দ্রনাথ’ বিষয়ে আলোচনা করবেন সৌমিত্র শেখর। ছিল আবৃত্তি ও সঙ্গীতায়োজন। ‘দিবে আর নিবে,/ মিলাবে মিলিবে,/ যাবে না ফিরে’ সেøাগানে শনিবার পর্যন্ত চলবে। বৃহস্পতিবার প্রায় একই রকম আয়োজন ছিল রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংসদের। শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত দুই দিনের অনুষ্ঠানমালা উপভোগ করেছেন শ্রোতা। বৃহস্পতিবার বিকেলে উদীচী আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। কেন্দ্রীয় কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় অনুষ্ঠান। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রবীর সরদার, ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নিরঞ্জন অধিকারীসহ উদীচীর নেতাকর্মীবৃন্দ। চ্যানেল আইয়ের তেজগাঁও কার্যালয়ে ছিল দিনব্যাপী রবীন্দ্রমেলা। সকালে বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা মেলার উদ্বোধন করেন। চ্যানেল আই চত্বরে তৈরি অনুষ্ঠান মঞ্চ থেকে পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্যনাট্য, শিশুনৃত্য ও আবৃত্তি। মেলায় ছিল ক্ষুদ্র ও কুঠির শিল্পের বেশ কয়েকটি স্টলও। ১৫৩তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার অফিসার্স ক্লাবে রবীন্দ্রনাথের ‘চিত্রাঙ্গদা’ মঞ্চায়ন করে স্বপ্নদল।
এভাবে নানা আয়োজনে উদ্যাপন
করা হয় ১৫৩তম রবীন্দ্রজয়ন্তী। আরও দুই একদিন চলবে জন্মদিনের আনুষ্ঠানিকতা। তবে অনুষ্ঠান নয় শুধু, বুকে ধারণ করতে হবে রবীন্দ্রনাথকে। নিবিড় চর্চা করতে হবে। সেই চর্চার প্রতি জোর দিয়েছেন বিদগ্ধজনরা।

No comments:

Post a Comment