Saturday, May 3, 2014

ইউক্রেনের ওডেসায় সংঘর্ষও অগ্নিকাণ্ডে নিহত ৪৩ ক্রামাতোর্স্কসহ পূর্বাঞ্চলে সামরিক অভিযান অব্যাহত

ইউক্রেনের ওডেসায় সংঘর্ষও অগ্নিকাণ্ডে নিহত ৪৩

ক্রামাতোর্স্কসহ পূর্বাঞ্চলে সামরিক অভিযান অব্যাহত

আল জাজিরা, বিবিসি ও সিনহুয়া
ইউক্রেনের কৃষ্ণসাগর নগরী ওডেসায় রুশপন্থিদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ ও ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। শুক্রবার এরকম সহিংসতার পরে গতকাল শনিবার বিদ্রোহী নিয়ন্ত্রিত ক্রামাতোর্স্কসহ দেশটির পূর্বাঞ্চলে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইউক্রেনের সেনাবাহিনী।

ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওডেসা নগরীতে একটি সরকারি ভবনে আগুন লেগে শুক্রবার কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। ওডেসার ট্রেড ইউনিয়ন হাউসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। পূর্বাঞ্চলে রুশপন্থি বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেনের সরকারি বাহিনীর সংঘাত চলাকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। কর্মকর্তারা জানিয়েছেন, ধোঁয়ার কারণে শ্বাস নিতে না পেরে অনেকে মারা গেছেন। অনেকে আগুনের কারণে ভবনটি থেকে ঝাঁপ দিয়ে নিহত হয়েছেন। আগুন লাগার কারণ ও পরবর্তী ঘটনা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে বিদ্রোহীরা ওই ভবনটি দখল নিয়ে ভেতরেই অবস্থান করছিল বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। এসময় সরকারি বাহিনী বাইরে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বিদ্রোহীরাও ভবনের ভেতর থেকে বাইরে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের ভেতরে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই রুশপন্থি বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেনিলো লুবকিভস্কি অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। তবে এ ঘটনার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। যুক্তরাষ্ট্র এ সহিংসতাকে 'অগ্রহণযোগ্য' হিসেবে উল্লেখ করে ইউক্রেন ও রাশিয়াকে শান্তি পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছে। এদিকে শুক্রবার এক বিবৃতিতে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেনি অ্যাভাকভ ক্রামাতোর্স্ক অঞ্চলে অভিযান শুরু করার কথা জানিয়েছেন। এ অভিযানে নিয়মিত সেনাসহ ন্যাশনাল গার্ডবাহিনীর সদস্যরাও অংশ নিয়েছে। লড়াইকালে রুশপন্থি অস্ত্রধারীরা ইউক্রেনের বিশেষ বাহিনীর ওপর পাল্টা ভারি অস্ত্রের হামলা চালিয়েছে বলে সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে। এছাড়া স্লোভিয়ানস্কে অস্ত্রধারীরা সেনাবাহিনীর দু'টি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। এ ঘটনায় একজন পাইলটসহ দু'জন নিহত হয়েছে, আহত হয়েছে সাতজন। ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেস্কান্দর তুর্কিনোভ লড়াইয়ে বহু রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী হতাহত এবং গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন।

এদিকে অবিলম্বে ইউক্রেনে সহিংসতা বন্ধ না হলে রাশিয়াকে কঠোর অবরোধের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুুক্তরাষ্ট্র ও জার্মানি। শুক্রবার হোয়াইট হাউজে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন। তারা বলেন, প্রকৃতপক্ষে ইউক্রেনে এত বেশি অস্থিতিশীলতা চলছে যে তাতে আগামী ২৫ মে নির্বাচন অনুষ্ঠান করা অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে রাশিয়াকে আরো কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। ওবামা বলেন, এ ধরনের অবরোধ রাশিয়ার কয়েকটি বিশেষ খাতকে লক্ষ্য করে আরোপ করা হবে। তিনি আরো বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার ভুল পথ থেকে অবশ্যই সরে আসতে হবে।

No comments:

Post a Comment