Tuesday, May 6, 2014

মোদী সরকারে উদ্বিগ্ন রুশদি

মোদী সরকারে উদ্বিগ্ন রুশদি

rushdie
নিউ ইয়র্ক: নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে ভারতে একটা 'জুলুমবাজ' সরকার তৈরি হবে এবং সর্বস্তরেই মতপ্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ নেমে আসবে, আশঙ্কা প্রকাশ করলেন সলমন রুশদি৷
সপ্তাহব্যাপী সাহিত্য উত্‍সব 'পেন ওয়ার্ল্ড ভয়েসেজ ফেস্টিভ্যাল' উপলক্ষে আপাতত নিউ ইয়র্কে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত এই লেখক৷ সেখানেই সাংবাদিক বৈঠকে রুশদি বললেন, 'মোদী-চালিত সরকারের সম্ভাবনা নিয়ে আমি খুবই চিন্তিত৷ সেই সরকার প্রচণ্ড জোর-জবরদস্তিমূলক হবে, এই সম্ভাবনা ইতিমধ্যেই রয়েছে৷ বিজেপি এখনও কুর্সিতে আসেনি, তাও সাংবাদিক ও লেখকরা আক্রান্ত হচ্ছেন৷ একটা স্বয়ংক্রিয়-সেন্সরশিপ চালু হচ্ছে৷ মানুষ সে রকম কোনও পদক্ষেপ করতে ভয় পাচ্ছেন, যাতে মোদী-সমর্থকরা ক্ষেপে যেতে পারে৷'

নিজের বই 'স্যাটানিক ভার্সেস' ভারতে নিষিদ্ধ হয়ে যাওয়া বা 'বিতর্কিত' ছবি আঁকার জন্য মকবুল ফিদা হুসেনের মতো চিত্রশিল্পীর দেশ ছাড়ার ঘটনা উল্লেখ করে রুশদি বলেন, 'সাহিত্য, শিক্ষা সম্পর্কীয় বা শৈল্পিক স্বাধীনতার উপর হামলার শক্তি ভারতীয় সমাজে ক্রমেই বাড়ছে৷ এর উপর বিজেপির মতো হিন্দু-জাতীয়তাবাদী দল বা মোদীর মতো চূড়ান্ত কট্টরপন্থী, বিভাজনকামী ব্যক্তি ক্ষমতায় এলে অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে৷ গণতন্ত্র মানে শুধু অবাধ নির্বাচন হওয়া নয়৷ যেখানে মত প্রকাশ বা ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত নামে, যেখানে সমাজের একটা অংশ ভয়ে ভয়ে থাকতে বাধ্য হয়, সেই সমাজে প্রকৃত গণতন্ত্র থাকতে পারে না৷' রুশদির আশঙ্কা, ''চিত্ত যেথা ভয়শূন্য' এমন দেশকে রবীন্দ্রনাথের মতো মহান শিল্পীরা স্বপ্নে দেখেছিলেন৷ মোদী সরকার এলে ভারত এই ঐত্যিহ্যের পথ থেকে সরেও যেতে পারে৷'

No comments:

Post a Comment