Tuesday, May 6, 2014

কেবল বিভ্রাটে অন্ধকারে কলকাতা দক্ষিণ

কেবল বিভ্রাটে অন্ধকারে কলকাতা দক্ষিণ

energy6
এই সময় ডিজিটাল ডেস্ক, কলকাতা: ম্যাডক্স স্কোয়ারের একটি ইনপুট কেবলে বিদ্যুত্‍ বিভ্রাট হওয়ায় বিদ্যত্‍ বিচ্ছিন্ন থাকবে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা । চাহিদার ভারসাম্য রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএসসি।

মঙ্গলবার রাতে বিদ্যুত্‍‌ বিচ্ছিন্ন রাখা হচ্ছে রাসবিহারী, ভবানীপুর, হাজরা, গোলপার্ক, বালিগজ্ঞসহ শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায়। বুধবার ভোর পর্যন্ত এই লোডশেডিং চলবে বলে জানা গিয়েছে। তবে সকাল ১০টার পর থেকেই বিদ্যুত্‍ পরিষেবা স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন সিএসসি`র কর্মীরা।

মঙ্গলবার সকাল থেকেই দফায় দপায় লোডশেডিং হয়েছে শহরের দক্ষিণের এলাকাগুলিতে। জানা গিয়েছে, ম্যাডক্স স্কোয়ারের একটি ডিস্ট্রিবিউশন সেন্টারের ইনপুট কেবলে যান্ত্রিক ত্রটি ধরা পড়েছে। তার ফলে জোগান কমেছে। ফলে চাহিদা অনুযায়ী বিদ্যুত্‍ পরিষেবা দিতে অক্ষম এই ইনপুট কেবল।

No comments:

Post a Comment