কে এই অরবিন্দ কেজরিওয়াল?
যে ১৯৯১ সালে মণ্ডল কমিশনের বিরুদ্ধে সরাসরি্র রাতস্তায় নেমে বিরোধিতা করেছিল ?
আর এস এস এর সাথে যার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল?
ভারতের ৫২% ওবিসির প্রাপ্য ভাগিদারী থেকে বঞ্চিত করার জন্য নেতৃত্ব দিয়েছিল?
আম আদমি পার্টি আসলে সেই মনুবাঁদিদেরই উত্থান যা আর এস এস, বিজেপি, কংগ্রেস ও বামুনদের মিডিয়ারা সম্ভব করেছে । রিলায়েন্স কোম্পানীর সাথে এদের ঘনিষ্ঠ সম্পর্কের কে না জানে? একালের ঋষি রবিশঙ্কর, আশারাম বাপু, রামদে্বের সাথে এদের দহরমমহরম!
এদের আসল উদ্দেশ্য ভারতের সংবিধানের মধ্যে Proportional Representation ধবংস করা।


No comments:
Post a Comment