আমেঠিতে গোলমাল, এফআইআর ভারতীর বিরুদ্ধে
আমেঠি: সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার দিনভর নাটক চলল আমেঠির আম আদমি পার্টি প্রার্থী কুমার বিশ্বাসকে ঘিরে৷ সোমবার রাতে তাঁর পরিবারের কিছু সদস্য ও সমর্থকদের আমেঠি থেকে চলে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ৷ এই নিয়ে বচসা শুরু হতে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দিল্লির প্রাক্তন মন্ত্রী সোমনাথ ভারতী-সহ বহু আপ সমর্থক-কর্মী৷ মঙ্গলবার সকালে ভারতী-সহ ৪০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে৷ ভারতী অবশ্য আঙুল তুলছেন কংগ্রেসের দিকেই৷ তাঁর দাবি, প্রথম দিন থেকেই আপ সমর্থকদের উপর আক্রমণ চলে আসছে, কিন্ত্ত তার কোনও প্রতিকার করছে না পুলিশ৷
ঘটনার সূত্রপাত সোমবার রাতে৷ কুমার বিশ্বাসের বাড়িতে এসে যাঁরা আমেঠির নথিভুক্ত ভোটার নন, তাঁদের অবিলম্বে সেখান থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেয় পুলিশ৷ সোমনাথ ভারতীরা ছাড়াও এর মধ্যে বিশ্বাসের স্ত্রী ও বোনও আছেন৷ আজ ভোট আমেঠিতে৷ সোমবার অর্থাত্ ৫ মে ছিল সেখানে প্রচারের শেষ দিন৷ আমেঠি প্রশাসনের দাবি, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রচার শেষ হয়ে যাওয়ার পর বহিরাগতদের কোনও কেন্দ্রে থাকার কথা নয়৷ বিশ্বাস ও তাঁর সহযোগীরা সে কথা না শুনলে বচসা বাধে৷ সোমবার রাতেই বিশ্বাস টুইটারে লেখেন, 'জেলা প্রশাসন আমার স্ত্রী ও বোনকে ১১টার মধ্যে আমেঠি ছাড়তে বলছে৷ রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কাজিকে এই কথা বলার সাহস কারও আছে?'
ঘটনার সূত্রপাত সোমবার রাতে৷ কুমার বিশ্বাসের বাড়িতে এসে যাঁরা আমেঠির নথিভুক্ত ভোটার নন, তাঁদের অবিলম্বে সেখান থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেয় পুলিশ৷ সোমনাথ ভারতীরা ছাড়াও এর মধ্যে বিশ্বাসের স্ত্রী ও বোনও আছেন৷ আজ ভোট আমেঠিতে৷ সোমবার অর্থাত্ ৫ মে ছিল সেখানে প্রচারের শেষ দিন৷ আমেঠি প্রশাসনের দাবি, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রচার শেষ হয়ে যাওয়ার পর বহিরাগতদের কোনও কেন্দ্রে থাকার কথা নয়৷ বিশ্বাস ও তাঁর সহযোগীরা সে কথা না শুনলে বচসা বাধে৷ সোমবার রাতেই বিশ্বাস টুইটারে লেখেন, 'জেলা প্রশাসন আমার স্ত্রী ও বোনকে ১১টার মধ্যে আমেঠি ছাড়তে বলছে৷ রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কাজিকে এই কথা বলার সাহস কারও আছে?'
No comments:
Post a Comment