সংসদে ৬০টি সংরক্ষিত আসন আর পৃথক নির্বাচন চায় হিন্দুরা
জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন, পৃথক নির্বাচন ব্যবস্থা বাস্তবায়ন এবং সংখ্যালঘু বিষয়ক একটি আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানায়।জাতীয় সংসদসহ সর্বস্তরে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না থাকা ও অপরাধীদের শাস্তি না হওয়ার কারণে হিন্দু সম্প্রদায়ের ওপর বার বার হামলা হচ্ছে বলেও জানান সংগঠনের নেতারা।
এ সময় জাতীয় সংসদে হিন্দুদের জন্য ৬০টি সংরক্ষিত আসন, পৃথক নির্বাচন ব্যবস্থা বাস্তবায়ন এবং সংখ্যালঘু বিষয়ক একটি আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার দাবি জানান তারা।সংগঠনের সভাপতি অ্যাডভোকেট দীণবন্ধু রায়ের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম-মহাসচিব অধ্যাপক আনন্দ বিশ্বাস, অরুণ মজুমদার মানিক সরকার, ডা. এম কে রায় প্রমুখ।
No comments:
Post a Comment