Saturday, May 10, 2014

ডেথ সিনে সত্যি মারা গেলেন মাহমুদ

ডেথ সিনে সত্যি মারা গেলেন মাহমুদ

download
এই সময় ডিজিটাল ডেস্ক: সিরিয়ালের চিত্রনাট্য অনুসারে বুকে গুলি লাগার পরই তাঁর মৃত্যু হওয়ার কথা ছিল। সেইমতো সেটও তৈরি ছিল। লাইট-ক্যামেরা-অ্যাকশন বলার পর সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু চরিত্রের সংলাপ না বলে নিজের কথা বলতে শুরু করে দেওয়ায় অবাক হয়ে যান সেটের লোকজন। আগে তো এমন কাণ্ড ঘটাননি এমন খ্যাতনামা ও অভিজ্ঞ অভিনেতা আল-শাওয়ালকার।

মৃত্যুর দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি বলে ফেলেন 'আমি খুব শীঘ্রই মারা যাচ্ছি'। আর সেটাই তাঁর শেষ কথায় পরিণত হয়ে গেল। জর্ডনের জনপ্রিয় টেলিভিশন সিরিজ 'ব্লাড ব্রার্দাসে' অভিনয় করতেন তিনি। মৃত্যুর দৃশ্যে তাঁর সংলাপ ছিল, টআমি চাই, তুমি তোমার খালি হাত দুটো দিয়ে আমাকে সমাহিত করোট। চিত্রনাট্য অনুযায়ী তখনই তাঁর মৃত্যু হওয়ার কথা ছিল। আর সেটাই যে সত্যি হবে, তা কেউ ভাবতেই পারেননি। তাঁর আকস্মিক মৃত্যুতে স্বভাবতই স্তব্ধ সহকর্মী ও শিল্পীরা।

ঘটনাটি ঘটেছে জর্ডনের রাজধানী আম্মানে। সেখানে এই নাটকের দৃশ্য অভিনয়ের সময়েই মারা যান এই খ্যাতিমান অভিনেতা। তাঁর আকস্মিক মৃত্যুর কারণ জানা যায়নি। ৫৫ বছর বয়সী মাহমুদ আল-শাওয়ালকা মধ্যপ্রাচ্যের একজন খ্যাতিমান অভিনেতা। বিশেষ করে ঐতিহাসিক নাটকে অভিনয়ের জন্য তার জনপ্রিয়তা ব্যাপক। 

No comments:

Post a Comment