Friday, May 9, 2014

১২ তারিখই সন্ধ্যায় জেনে যাবেন ফল

racecourseroad
৭ রেসকোর্স রোড।
এই সময় ডিজিটাল ডেস্ক: ষোড়শ লোকসভা নির্বাচন শেষ হচ্ছে ১২ মে। ফল প্রকাশিত হবে ১৬ মে। কিন্তু শেষ দফা নির্বাচনের দিনই সন্ধে বেলা ঘরে বসেই জানা যাবে প্রবণতা কোন দিকে। কোন দল সপারিষদ হাল ধরবে দেশের? কেই বা পা রাখবেন দিল্লির ৭ রেসকোর্স ঠিকানায়?

কিন্তু কী ভাবে এটা সম্ভব?

আজ একটি বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, শেষ দফা নির্বাচনের পর সন্ধে সাড়ে ৬টা থেকে বুথ ফেরত সমীক্ষা বা জনমত সমীক্ষার উপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। ফলে দেশের সমস্ত সংবাদ মাধ্যম সম্ভাব্য ফল নিয়ে ময়নাতদন্ত শুরু করবে। অর্থাত্ ফল জানতে আপনার বাড়িতে শুধু একটি টেলিভিশন থাকলেই হবে। পরীক্ষার পরই রেজাল্ট জানার অনুভূতিটা মিলবে বিনামূল্যে।

No comments:

Post a Comment