Saturday, May 10, 2014

আমের পর দেশী লঙ্কার বিদেশ যাত্রাও নিষিদ্ধ

আমের পর দেশী লঙ্কার বিদেশ যাত্রাও নিষিদ্ধ

Chilli1
এই সময় ডিজিটাল ডেস্ক: আলফানসোর পর এবার লঙ্কায় নিষেধাজ্ঞা। আগেই ভারতীয় আমের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ইওরোপীয় ইউনিয়ন। এবার লঙ্কার আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল সাউদি আরব। লঙ্কায় অত্যধিক মাত্রায় কীটনাশক প্রয়োগকে দায়ী করে এই ব্যান লাগিয়েছে সাউদি আরব। উল্লেখ্য, ভারতীয় সব্জি আমদানিতে সাউদি আরব পঞ্চম বৃহত্তম দেশ।

ভারতীয় দূতাবাসের দ্বিতীয় সচিব (বাণিজ্য) সুরিন্দর ভগত জানিয়েছেন, সাউদি আরবের কৃষিমন্ত্রকের তরফে ৩০ মে থেকে লঙ্কায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি জানিয়েছেন, এই সমস্যা সমাধানের জন্য ভারতীয় আধিকারিকরা সাউদি আধিকারিকদের সঙ্গে আলোচনা করছেন।

সূত্রের খবর, ভারতীয় শিপমেন্টের নমুনা পরীক্ষার পর এই সিদ্ধান্ত নিয়েছে সাউদি কৃষিমন্ত্রক। লঙ্কায় অধিক মাত্রায় কীটনাশক ব্যবহার করা হয়েছে বলে পরীক্ষায় ধরা পড়ে।

ভারতীয় স্পাইস বোর্ডের মতে, লঙ্কা রপ্তানি করে দেশ সবচেয়ে বেশি বিদেশী মূদ্রা আয় করে। এপ্রিল থেকে নভেম্বর ২০১৩-য় ভারত ৩০ লক্ষ ডলারের লঙ্কা রপ্তানি করেছিল।

উল্লেখ্য, এর আগে ২৮ সদস্য বিশিষ্ট ইওরোপীয় ইউনিয়ন ১ মে থেকে আলফানসো আমের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল।

লঙ্কায় প্রতিবন্ধকতা জারির পরই রাজনীতি শুরু হয়েছে। বিজেপি নেতা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মাকে আক্রমণ করেছেন। টুইটারে তিনি বলেছেন, 'আনন্দ শর্মাজি, মোদীয় সমালোচনাতেই আনন্দ নেবেন না, লজ্জা (শর্ম) বোধ করবেন। এবার সাউদি আরব লঙ্কার ঝাঁঝ পেয়েছে। আমের পর দ্বিতীয় নিষেধাজ্ঞা।'

No comments:

Post a Comment