Sunday, May 4, 2014

তলোয়ার হাতে তেড়ে আসছে একটা দল, সাবধান ॥ বুদ্ধদেব

তলোয়ার হাতে তেড়ে আসছে একটা দল, সাবধান ॥ বুদ্ধদেব
তলোয়ার হাতে রে রে করে এগিয়ে আসছে একটা দল? এই দল থেকে সাবধান? বিজেপি সম্পর্কে ভোটারদের এভাবেই সতর্ক করে দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য? খবর আজকাল অনলাইনের
তিনি বলেন, মোদির সঙ্গে যুক্ত হয়েছে আরএসএস?ওরা দেশের সংবিধান মানে না?হিন্দু, মুসলমান, খ্রীস্টান ভেদাভেদ করে? খোলাখুলি শিল্পপতিদের বলা হচ্ছে, নরেন্দ্র মোদিকে বাঁচাও? প্রতিবাদ করলে গুঁড়িয়ে দাও?কিন্তু গরিবদের জন্য পরিকল্পনা না করা হলে কল-কারখানা মালিকরা দেশকে বাঁচাতে পারবে না?এরকম একটি দল সম্পর্কে আপনারা সজাগ থাকবেন? শনিবার সোদপুর অমরাবতীর মাঠে সি পি এম প্রার্থী ড. অসীম দাশগুপ্তর সমর্থনে সভা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য?সভায় বক্তব্য পেশ করেন সি পি আই-এর মঞ্জুকুমার মজুমদার, ফরওয়ার্ড ব্লকের বরুণ মুখার্জি, আর এস পি‘র মনোজ ভট্টাচার্য? বক্তব্য পেশ করেন দমদম কেন্দ্রের প্রার্থী ড. অসীম দাশগুপ্ত? ছিলেন সি পি এমের মানস মুখার্জি, গোপাল ভট্টাচার্য, দুলাল মুখার্জি প্রমুখ?বুদ্ধদেববাবু সভা শুরুর মিনিট পাঁচেকের মধ্যে কালবৈশাখী ঝড় শুরু হয়? সঙ্গে বৃষ্টিও? উপস্থিত মানুষ যাতে সমস্যায় না পড়েন তার জন্য সভা বন্ধ করে দেয়া হয়? সভার শুরুতেই বুদ্ধদেববাবু কংগ্রেস, বি জে পি সম্পর্কে বলেন, আপনারা ওদের হটান? কী হচ্ছে! কে, কি বলছে আপনারা সবই বোঝেন? কংগ্রেসকে বলেছি আপনারা চলে যান? আপনারা আর পারবেন না? সারা দেশে কংগ্রেসের চেহারা দেখুন? ওরা আর পারবে না? সারা দেশের মানুষ বুঝতে পারছে কংগ্রেস শেষ হয়ে গেছে? গত ১০ বছরে কংগ্রেস দেশের মধ্যে আরেকটা দেশ গড়ে তুলেছে।

No comments:

Post a Comment