Saturday, May 10, 2014

লিয়েন্ডারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ রিয়ার

লিয়েন্ডারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ রিয়ার

lee
সুখের সে দিন। মেয়ে আইয়ানাকে নিয়ে লিয়েন্ডার ও রিয়া
এই সময়: লিয়েন্ডার পেজের বিরুদ্ধে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ আনলেন তাঁর লিভ-ইন সঙ্গী অভিনেত্রী রিয়া পিল্লাই৷ বৃহস্পতিবার রাতে বান্দ্রা থানায় গিয়ে লিয়েন্ডারের বিরুদ্ধে এফআইআর-ও করেন রিয়া৷ এতেই শেষ নয়৷ টেনিস তারকা লিয়েন্ডারের বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত কম্পিউটার হ্যাক করা থেকে শুরু করে টাকা, গয়না এবং প্রয়োজনীয় কাগজপত্র চুরিরও অভিযোগ এনেছেন তিনি৷

ঘটনা ঘটে বৃহস্পতিবার সন্ধেয়৷ অভিযোগ, মেয়ে আইয়ানাকে নিয়ে সন্ধেয় বলিউডের এক অভিনেতার ভাইঝির বাড়ির পার্টিতে গিয়েছিলেন রিয়া৷ মেয়ে পার্টিতে থেকে যায়, সন্ধে সাড়ে সাতটা নাগাদ বান্দ্রার কার্টার রোডের বাড়িতে ফিরে রিয়া দেখেন, দরজার সামনে পাঁচ জন মস্তান, যাঁরা তাঁকে ঢুকতে বাধা দেয়৷ রিয়ার এক বন্ধু জানিয়েছেন, সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করার পরে ৪৫ মিনিট বাদে মহিলা পুলিশ আসে এবং বাড়িতে ঢুকতে পারেন রিয়া৷ ঢুকে দেখেন, রিয়ার ব্যক্তিগত মালপত্র প্যাক করে ফেলেছেন লিয়েন্ডার এবং তাঁকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য প্রস্ত্ততিও সারা৷ রিয়া অভিযোগ করেছেন, কয়েক মাস আগে একই ভাবে নাকি লিয়েন্ডার তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিলেন৷ 'বাড়িটায় আমার দিকে অংশে ঢুকে কম্পিউটার হ্যাক করা হয়েছিল, আমার টাকা ও গয়না চুরি করেছিল৷'

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগে পারিবারিক আদালতে নাবালিকা আট বছরের মেয়ের হেফাজত চেয়ে আবেদন করেছিলেন লিয়েন্ডার৷ অভিযোগ ছিল, মায়ের দায়িত্ব পালন করছেন না রিয়া৷ অভিযোগ করা হয়েছিল, অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে যে ডিভোর্স হয়নি, তা লুকিয়েছিলেন রিয়া৷ বিভিন্ন অবৈধ সম্পর্ক তাঁর আছে এবং সে জন্য মেয়ের মনে বিরূপ প্রভাব পড়ছে৷

এতেই কাদা ছোঁড়া পর্ব শেষ হচ্ছে না৷ রিয়া বলেছেন, 'আগে প্রকৃত বাবা হওয়ার চেষ্টা করুক লিয়েন্ডার পেজ৷ আমি কোনও ভাবেই ওর সঙ্গে থাকতে চাই না৷ কে এমন লড়াই, ব্ল্যাকমেল ও অভিযোগের জীবন চায়? কিন্ত্ত এই বাড়ি ছাড়ার আগে মেয়ের ভরণপোষণের জন্য একটা ফান্ড করতে হবে৷ তার পরে আমি এই বাড়ি ছাড়ব৷' সম্পর্কে থাকা শুরুর করার প্রথম দিন থেকে লিয়েন্ডার তাঁকে ঠকিয়ে গিয়েছেন বলে অভিযোগ করেছেন রিয়া৷ এ-ও জানিয়েছেন, লিয়েন্ডার যখন বিদেশে থাকেন, মেয়ের পুরো দায়িত্ব তাঁকেই সামলাতে হয়৷ আর মেয়ে যে ভালো ভাবেই মানুষ হচ্ছে, সেটা স্কুলের রিপোর্ট কার্ড দেখলেই বোঝা যাবে৷ আরও দাবি করেছেন, কোনও ভাবেই তিনি মেয়ের হেফাজত ছাড়বেন না৷ চিত্র পরিচালক করণ জোহর এই বিতর্কে রিয়ার পাশে দাঁড়িয়ে বলেছেন, 'গত দু'দশক ধরে রিয়াকে চিনি৷ একজন খুব ভালো মানুষ, সঙ্গী ও ভালো মা৷ যা বলা হচ্ছে, তা সঠিক নয়৷'

অন্য দিকে লিয়েন্ডারের আইনজীবী জুলফিকার মেমন বৃহস্পতিবার রাতেই লিয়েন্ডারের পক্ষে এক বিবৃতি জারি করেছেন৷ যেখানে বলা হয়েছে, 'এটা লিয়েন্ডারের বাড়ি৷ গেস্ট রুমকে তাঁর বাবা-মার থাকার জন্য বাসযোগ্য করে তুলতেই নির্দেশ দিয়েছিলেন তিনি৷ ওই জায়গায় রিয়া নিজের কিছু জিনিসপত্র রেখেছিলেন৷ সেগুলোই সরিয়ে দেওয়া হয়েছে৷ পুলিশে অভিযোগ করা হয়েছে সহানুভূতি পেতে এবং বিতর্ক তৈরি করতে, যাতে লিয়েন্ডারের বাবা-মা এখানে না আসতে পারেন৷ তা ছাড়া ওই রুমটা মোটেই রিয়ার বেডরুম নয়৷'

No comments:

Post a Comment