Wednesday, May 7, 2014

মমতা-মোদি দ্বৈরথঃ একটি পরিকল্পিত দ্বন্দ্ব

মমতা-মোদি দ্বৈরথঃ একটি পরিকল্পিত দ্বন্দ্ব

মমতা-মোদি দ্বৈরথঃ একটি পরিকল্পিত দ্বন্দ্ব
যাত্রার আসর বেশ জমে উঠেছে। অন্তত জমানোর চেষ্টা করে যাচ্ছেন দুই পেশাদার অভিনেতা অভিনেত্রী। তাদের পারস্পরিক ডায়লগের মধ্যদিয়ে দ্বন্দ্ব বেশ ঘনীভূত হয়ে উঠছে নির্বাচন পাড়ায়। অনুপ্রবেশ এবং উদ্বাস্তু সমস্যা তুলে আনা হয়েছে দ্বন্দ্বের মূল বিষয় হিসেবে যা খণ্ডিত বাংলার ছিন্নমূল মানুষের বুকের মধ্যে আজও দগদগে ক্ষত হয়ে আছে।
জনান্তিকে বলে রাখি এই ইস্যুটি তুলে আনা হল নির্বাচনের ৩ কিস্তি এগোনোর পরে, যখন মমতা সরকার ইডি, সারদা, সুমঙ্গলম এর ফাঁসে পড়ে মরণ চিৎকার করতে আরম্ভ করেছিল! প্রত্যেক আসরে জবাব দিতে দিতে গলা শুকিয়ে যাচ্ছিল। ঘাম থুথু মুছতে মুছতে ক্লান্তি নেমে আসছিল বারবার। সেই মুহূর্তে একেবারে উদ্ধারকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়ে শ্রীরামপুরের সভা থেকেই মোদিবাবুই তাঁকে তুলে আনলেন দ্বৈরথে। আগুনঝরা ডায়লগের বিপক্ষে কি করে ব্রহ্মাস্ত্র ক্ষেপণ করতে হয় এবং দ্বৈরথকে একটি ক্লাইম্যাক্সে টেনে নিয়ে গিয়ে জয় সুনিশ্চিত করতে হয় তা প্রায় মমতাদেবীর হাতে তুলে দিলেন মোদিবাবু। কিছু গণমাধ্যমও অতি উৎসাহ নিয়ে এই অভিনয়কে প্রচারের কাজে নেমে পড়ল। ফল স্বরূপ ইডি, সারদা, সুমঙ্গলম, ধর্ষণ, টেট চাঁপা পড়ে গিয়ে মমতা–মোদির দ্বৈরথ হয়ে দাড়াল মুখ্য বিষয়।
দ্বন্দ্ব নিরসনের জন্য মক ফাইট
দ্বন্দ্ব নিরসনের তিন উপায়। একটি জয়পরাজয়, দ্বিতীয়টি আপসরফা এবং তৃতীয়টি মুলতুবি। মমতা–মোদির এই দ্বৈরথের দ্বন্দ্ব নিরসনের পরিকল্পনাটি কিন্তু বেশ চমৎকার। বেমানান হলেও এই পালায় উভইয়েই বিজয়ী হবেন। তাতে উভয়েরই লাভ। মোদিবাবুর লাভ হল বাঙলায় তার ভোটের পরিমাণ বাড়িয়ে নেওয়া। দু চারটি আসন পেয়ে গেলে লাভের উপরি লাভ। মমতাদেবীর লাভ দিল্লীতে রাষ্ট্র ক্ষমতার জোরে কেলেঙ্কারীগুলি থেকে রেহাই এবং জাতীয় সরকারকে ব্লাকমেলিং এর সক্ষমতা অর্জন। বাঙলায় বিকল্প শক্তি হিসেবে বিজেপির উঠে আসা মোদিবাবুর লাভ, দিল্লী সরকারের উত্থান-পতনের নিয়ন্ত্রক হয়ে ওঠা মমতার লাভ।
হ্যা এই লাভালাভের হিসেব কষেই চলছে এবারের নির্বাচনী যাত্রা পালা। মমতা-মোদির দ্বৈরথ তাই একটি পরিকল্পিত দ্বন্দ্ব। মক ফাইট।



No comments:

Post a Comment