Wednesday, May 7, 2014

গুরুর ফাঁসির জের, ভোট 'না' সোপোরের

গুরুর ফাঁসির জের, ভোট 'না' সোপোরের

guru
এই সময় ডিজিটাল ডেস্ক: নির্বাচন বয়কট করল জম্মু কাশ্মীরের সোপোর শহর। দুপুর আড়াইটে পর্যন্ত অঞ্চলের ১১টি বুথে একটি ভোটও দিলেন না আফজল গুরুর শহরের মানুষ।

মঙ্গলবার দেশের অন্য পাঁচটি রাজ্যের সঙ্গেই নির্বাচন হল জম্মু ও কাশ্মীরে। বারামুলা লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোপোর শহর কিন্তু আগাগোড়াই মুখ ফিরিয়ে রেখেছে কেন্দ্রীয় সরকারের নির্বাচনী প্রক্রিয়া থেকে। তাই এদিন সকাল থেকে রাজ্যের অন্যান্য অঞ্চলের বুথে ভোটারদের উপস্থিতি চোখে পড়লেও সুনসান ছিল সোপোরের ১১টি বুথ। তবে ভোটের দিনে জনশূন্য ছিল রাস্তা-ঘাট। ফাঁকা বুথে বসে এক পোলিং অফিসার জানালেন, 'দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, একজন ভোটারেরও দেখা নেই!'

কিন্তু কী কারণে এি বয়কট? শহরের বাসিন্দা ফারুখ আহমেদ দার জানালেন, সংসদে আক্রমণ চালানোর অপরাধে আফজল গুরুকে ফাঁসি দেওয়ার প্রতিবাদেই এবার নির্বাচন পর্বে শামিল হয়নি সোপোর। বস্তুত, গুরুর ফাঁসি তীব্র দাগ রেখে গিয়েছে সোপোরবাসীর মনে। তাঁদের আরও অভিযোগ, ফাঁসির আদেশ কার্যকর করার আগে সময় মতো গুরুর পরিবারকে তা না জানানোর জন্য। দারের কথায়, 'তিহার জেলে আফজল গুরুর কবর এখনও ভিজে। এরপরও আপনারা আশা করেন, খুনি ভারত সরকারের নির্বাচনী প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করব?'

গুরুর জন্মস্থান, দোয়াবগাহ গ্রামে এদিন কেউই বুথমুখো হননি। তবে কাছাকাছি অন্য গ্রাম মাঝেবাগে সারা দিনে সাকুল্যে ১২টি ভোট পড়েছে। পাশাপাশি ভোট বয়কট করেছেন কাছাকাছি পাট্টান গ্রামের বাসিন্দারা। কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত সংঘর্ষের কথাও জানা গিয়েছে। কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

No comments:

Post a Comment