Friday, May 2, 2014

চিটফান্ড ইস্যুতে রাজ্যজুড়ে রেল অবরোধ, নাকাল যাত্রীরা

চিটফান্ড ইস্যুতে রাজ্যজুড়ে রেল অবরোধ, নাকাল যাত্রীরা

rail
এই সময় ডিজিটাল ডেস্ক: চিটফান্ড ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকার প্রতিবাদে রাজ্যব্যাপী রেল অবরোধের ডাক দিয়েছে চিটফান্ড সাফারার্স ফোরাম। তার জেরে শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন স্টেশনে রেল রোকো অভিযান চলেছে।

মে দিবসের ছুটির পরেই ভোগান্তি। সাত-সকালে রেল অবরোধের শিকার নিত্য যাত্রীরা। সকাল থেকে অবরোধ চলেছে দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া ও নরেন্দ্রপুর স্টেশনে। পাশাপাশি, হাওড়ার মৌরীগ্রাম স্টেশনেও রেল রোকোয় সামিল স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের প্রতিরোধে বহু স্টেশনেই দাঁড়িয়ে পড়েছে লোকাল ট্রেন। ফলে প্রবল ব্যাহত যাত্রী পরিষেবা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবরোধ কিছু জায়গায় উঠে গেলেও নাকাল হতে হয়েছে অফিসযাত্রীদের।

রাজ্যের অন্যান্য জেলাতেও রেলযাত্রীদের ভোগান্তি অব্যাহত। মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে ইঞ্জিন বিভ্রাটের জেরে দাঁড়িয়ে পড়ে হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস। আড়াই ঘণ্টার উপরে ট্রেন দাঁড়িয়ে থাকার ফলে বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। স্টেশন ভাঙচুর করার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

No comments:

Post a Comment