Saturday, May 10, 2014

শেষ লগ্নে রাজপথে মমতা

শেষ লগ্নে রাজপথে মমতা

tmc
এই সময় ডিজিটাল ডেস্ক - নির্বাচনী প্রচারের শেষ দিনে শহরের পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ দিনটা রাখলেন দক্ষিণ কলকাতা এলাকার জন্য। মূলত দক্ষিণ কলকাতা কেন্দ্র ও যাদবপুর কেন্দ্রে এদিন প্রচারে মমতা। দক্ষিণ কলকাতা কেন্দ্রকে বরাবরই তাঁর নিজস্ব দুর্গ বলা হয়ে থাকে। তৃণমূলের চরম দুঃসময়েও দক্ষিণ কলকাতা তাঁকে বিমুখ করেনি। ২০০৯-এ আসন পুর্নগঠনের ফলে দক্ষিণ কলকাতা ভেঙে পৃথক যাদবপুর কেন্দ্রের জন্ম হয়। তবে সেখানেও মূলত তৃণমূল নেত্রীর ক্যারিশমাই জয় এনে দেয় কবীর সুমনকে। সোমবার লোকসভা নির্বচনের শেষ দফা। নির্বাচনী বিধি মেনে শনিবারই শেষ হচ্ছে প্রচারপর্ব। শেষ দিনে তাই নিজের বরাবরের আবেগের জায়গা দক্ষিণ কলকাতাই বেছে নিলেন তৃণমূল নেত্রী।

দক্ষিণ কলকাতার সুব্রত বকসি ও যাদবপুরের প্রার্থী সুগত বসুর সমর্থনে এদিন মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত সেতু থেকে মোমিনপুর পর্যন্ত মিছিল যাবে। যাদবপুরের এইটবি বাসস্ট্যান্ড, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি হাজরা মোড় হয়ে মিছিল এগোবে। তাঁর মিছিল ঘিরে অভূতপূর্ব জনসমাগম লক্ষ্য করা গিয়েছে। তৃণমূলের বেশ কয়েকজন প্রথম সারির নেতা-নেত্রীরা উপস্থিত রয়েছেন মিছিলে। রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তীও। তৃণমূলের বেশ কয়েকটি ট্যাবলো নিয়ে মিছিল এগোচ্ছে। মুখ্যমন্ত্রীর মিছিল ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

No comments:

Post a Comment