রাজ্যে চতুর্থ দফার ভোট:বাহিনী নিয়ে অসন্তোষ বিরোধীদের, শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ
এবিপি আনন্দ ওয়েব ডেস্ক
http://youtu.be/aiwBkEv9wfg
Physically challenged voter beaten up allegedly by TMC at Pand
http://youtu.be/aiwBkEv9wfg

আজ রাজ্যে লোকসভার চতুর্থ দফার ভোট৷ ভোটগ্রহণ চলছে ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণপুর ও আসানসোলে৷ সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন৷ ভোট ঘিরে কড়া নিরাপত্তা৷ মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে তারা৷এরইমধ্যে কিছু অপ্রীতিকর ঘটনা ও অভিযোগের খবর পাওয়া গিয়েছে।বিরোধী দলগুলি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছে। তাদের অভিযোগ, বাহিনীকে বসিয়ে রাখা হয়েছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন বুথে সন্ত্রাস চালাচ্ছে শাসক দল।
পুরুলিয়া কেন্দ্রের গাঁধী বিদ্যালয়ের ১৮৩ নম্বর বুথে উত্তেজনা৷ আজ সকালে বুথের মধ্যে ঘোরাফেরা করতে দেখা যায় রাজ্য পুলিশের এক এএসআইকে৷ কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান তাঁকে বুথ থেকে বেরিয়ে যেতে বলেন৷ যদিও ওই এএসআই বুথ থেকে বেরোতে অস্বীকার করেন৷ কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ানকে এএসআই হমকি দেন বলে অভিযোগ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ পর্যবেক্ষক কেএনপি উজালা৷ তাঁর নির্দেশে বুথ থেকে বেরিয়ে যান ওই এএসআই৷
মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খাকুড়দা প্রাথমিক বিদ্যালয়ের ১৭০ নম্বর বুথ জ্যামের অভিযোগ৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ তারপর ওই বুথে ভোট দেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র৷ এদিকে, নারায়ণগড় থানার পুলিশ তৃণমূলের পতাকা লাগানো ২টি গাড়ি আটক করেছে৷
এবিপি আনন্দর খবরের জের৷ আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে, পুলিশের কাছে রিপোর্ট তলব জেলাশাসকের৷ বাড়ানো হয়েছে বাবুলের নিরাপত্তা৷ অভিযোগ, আসানসোলের মহিশিলা গভর্নমেন্ট হাইস্কুলের বুথে ঢোকার সময় বাবুলকে বাধা দেওয়া হয়৷
জামুড়িয়ার পুরনো জামশোলে ভোট দিয়ে ফেরার পথে আক্রান্ত সিপিএম সমর্থকরা৷ আহত ২৷ সিপিএম সমর্থকদের মাটিতে ফেলে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ অভিযোগ অস্বীকার শাসক দলের৷ নিষ্ক্রিয় ছিল পুলিশ, দাবি সিপিএমের৷
বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বড়বাগানের ২৪৬ নম্বর বুথে ঢুকে তৃণমূলের আড্রা পঞ্চায়েত প্রধানের ভোট তদারকি৷ এবিপি আনন্দর ক্যামেরায় এই ছবি ধরা পড়েছে৷ এদিন সকালে ভোট শুরু হওয়ার পর বুথে ঢোকেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান মধু দাস৷ বুথের মধ্যে ঢুকে ঘুরেফিরে দেখেন ভোট প্রক্রিয়া৷
বিষ্ণপুর কেন্দ্রের খণ্ডঘোষের ১৪৩ নম্বর বুথে সঠিক জায়গায় ইভিএম না রাখার অভিযোগ৷ সিপিএম এজেন্টের অভিযোগ, ইভিএমটি এমন জায়গায় রাখা ছিল, যাতে ভোটার কাকে ভোট দিচ্ছেন, তা দেখা যায়৷ বুথে এক অ্যাটেনডেন্টকেও ইভিএম-এর কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায়৷ সিপিএম এজেন্টের অনুমান, ওই অ্যাটেনডেন্ট দেখতে পাচ্ছিলেন, ভোটার কাকে ভোট দিচ্ছিলেন৷ যদিও অভিযোগ পাওয়ার পর ইভিএম সঠিক জায়গায় রাখেন প্রিসাইডিং অফিসার৷ বর্ধমান সদর দক্ষিণের মহকুমা শাসক অরুণ রায় জানিয়েছেন, প্রিসাইডিং অফিসার ও অ্যাটেনডেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে৷
লাউদোহায় আক্রান্ত সিপিএম এজেন্ট৷ তাঁকে ব্যাপক মারধর করা হয়৷ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷
বিষ্ণপুর লোকসভা কেন্দ্রের পিয়ারডোবা হাইস্কুলে সিপিএম এজেন্টকে বসতে না দেওয়া অভিযোগ৷ বড়জোড়ার তাজপুরে ৬৮ ও ৭১ নম্বর বুথ থেকে সিপিএম এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে৷ দুটি ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, তা অস্বীকার করেছে শাসক দল৷
আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত জামুড়িয়ার ২৩৫ নম্বর বুথের সামনে থেকে সিপিএম এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ নেই৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷
রানিগঞ্জের ২৪২ নম্বর বুথে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল৷
আসানসোল লোকসভা কেন্দ্রের কারনানি ফ্রি প্রাইমারি স্কুলের ৭১ ও ৭২ নম্বর বুথে ইভিএম বিভ্রাট৷ এখনও শুরু হয়নি ভোটগ্রহণ৷ এদিকে, আসানসোলের বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি বলে অভিযোগ বিরোধীদের৷৷
জামুড়িয়ার মণ্ডলপুরে সিপিএম সমর্থকদের মারধর৷ ভোটারদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷
খণ্ডঘোষের কুলেতে তৃণমূল-সিপিএম সংঘর্ষ৷ আহত দু’পক্ষের ১০ জন৷ সিপিএমের এজেন্টকে মারধর ও তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়৷ পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে সিপিএম ও তৃণমূল৷ গ্রেফতার ২ সিপিএম সমর্থক৷
পুরুলিয়ার বিভিন্ন বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত ঘাটবেড়া পঞ্চায়েত সমিতির প্রধান মণিকা মাহাতোর বিরুদ্ধে৷ বিরোধীদের অভিযোগ পুলিশ বা প্রিসাইডিং অফিসার কেউই তাঁকে বাধা দেননি৷ ইতিমধ্যেই বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এনেছেন পুরুলিয়ার কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো৷ তবে মণিকা মাহাতোর দাবি, পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবেই বুথে বুথে ঘুরছেন৷
দুপুর ৩টে পর্যন্ত বাঁকুড়ায় ভোট পড়ল ৭২.৬৩ শতাংশ, বিষ্ণপুরে ৭৫.৮৯ শতাংশ, মেদিনীপুরে ৬৯.৩৫ শতাংশ, ঝাড়গ্রামে ৭৭.৫৬ শতাংশ, পুরুলিয়ায় ৭৪.৭৮ শতাংশ এবং আসানসোলে ভোট পড়ল ৬৯.৭৬ শতাংশ৷
No comments:
Post a Comment