Saturday, April 26, 2014

ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে ক্ষমাপ্রার্থী কমিশন

ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে ক্ষমাপ্রার্থী কমিশন

EC
সৌম্যদীপ্ত বন্দ্যোপাধ্যায়

মুম্বই: কয়েক দশক পর এ বারের লোকসভা নির্বাচনে রেকর্ড পরিমাণ ভোট পড়ল বাণিজ্যনগরীতে, কিন্ত্ত সেই ভোটের পরিমাণ আরও বাড়তে পারত৷ এমনটাই দাবি মুম্বইবাসীদের৷ ভোটার তালিকায় নাম না থাকার জন্য বৃহস্পতিবার ভোট দিতে পারেননি মুম্বইয়ের কমপক্ষে দু'লক্ষ ভোটার৷ মুম্বইয়ের ছ'টি আসন-সহ মহারাষ্ট্রের ১৯টি আসনে নির্বাচন ছিল একই দিনে৷ সর্বত্রই প্রায় এক চিত্র৷ এর জেরে ভোটারদের তুমুল সমালোচনার মুখে পড়তে হল নির্বাচন কমিশনকে৷ শুধু তাই নয়, শুক্রবার প্রকাশ্যে বিবৃতি দিয়ে ক্ষমাও চেয়ে নিলেন নির্বাচন কমিশনার এইচএস ব্রহ্ম৷ তাঁর কথায়, 'এ ব্যাপারে তদন্ত চালাব৷ ভোটারদের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী৷' তবে, এ বারের লোকসভা নির্বাচনে মুম্বইয়ে পুনর্নির্বাচন যে সম্ভব নয়, তা জানিয়ে দিয়েছেন নির্বাচনী আধিকারিকরা৷ একই সঙ্গে মিলেছে আশ্বাস৷ কমিশনের তরফে জানানো হয়েছে, চলতি বছরের শেষে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে এই ভুল শুধরে নেওয়া হবে৷

তবে ভোট দিতে না পেরে বেজায় ক্ষুব্ধ বাণিজ্যনগরীর অনেক বাসিন্দা৷ যেমন, পূজা পি ঘাই৷ পরিচালক সুভাষ ঘাইয়ের মেয়ে পূজা বান্দ্রার বাসিন্দা৷ বৃহস্পতিবার ঘণ্টা দু'য়েক ভোটের লাইনে দাঁড়িয়ে থেকেও তালিকায় নাম না থাকার জন্য ভোট দিতে পারেননি তিনি৷ তাঁর কথায়, 'গত দু'বারের নির্বাচনে খার (পশ্চিম) কেন্দ্র থেকে ভোট দিয়েছি৷ এ বার কী ভাবে আমার নাম বাদ চলে গেল? দু'ঘণ্টা রোদের মধ্যে লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারলাম না৷' একই আক্ষেপ অভিনেতা কুনাল খেমুরও৷ তাঁর বক্তব্য, 'গত তিন বারের নির্বাচনে ভোট দিয়েছি৷ এ বারে কী এমন গণ্ডগোল হল! তালিকায় নাম না থাকায় আমি হতাশ৷'

এই সমস্যার সম্মুখীন হয়েছেন প্রবীণ আইনজীবী রাম জেঠমালানি, মারাঠি অভিনেতা অতুল কুলকার্নি, এইচডিএফসি-র চেয়ারম্যান দীপক পারেখ-এর মতো ব্যক্তিরাও৷ ভোট দিতে না পারায় যারপরনাই ক্ষুব্ধ জেঠমালানি৷ বৃহস্পতিবারই তিনি বলেছিলেন, 'শুধুমাত্র ভোট দিতেই মুম্বই এসেছিলাম৷ এ দিকে ভোটার তালিকায় আমার নামই নেই৷ অথচ, তালিকায় আমার রাঁধুনির নাম রয়েছে৷ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমি৷'

নির্বাচন কমিশনার ব্রহ্ম কমিশনের হয়ে ভুল স্বীকার করলেও ভোটারদের কর্তব্যে অবহেলার কথাও তুলে ধরেছেন তিনি৷ ৯ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা খতিয়ে দেখা হয়৷ সেদিন তালিকায় নাম না থাকার বিষয়টি নিয়ে মাথা ঘামাননি ভোটারদের অনেকেই৷ ব্রহ্মের মতে, সেদিন এই ভুলগুলো কমিশনের নজরে নিয়ে এলে এ দিন ভোটারদের হেনস্থা হতে হত না৷
http://eisamay.indiatimes.com/election-news/ec-apologised-to-mumbai-voterrs/articleshow/34212358.cms?

No comments:

Post a Comment