Saturday, April 26, 2014

পর পর তিনটে মেয়ে কেন? বউকে কুপিয়ে খুন

পর পর তিনটে মেয়ে কেন? বউকে কুপিয়ে খুন

young_mother_1360307148_1360307153_540x540
এই সময় ডিজিটাল ডেস্ক: পর পর তিনটি কন্যাসন্তান জন্ম দেওয়ার অপরাধে স্ত্রীকে পিটিয়ে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের বৈরগাছি গ্রামে।

পুলিশ সূত্রের খবর, মৃতের নাম মাসকুয়া বিবি। তাঁর শরীরে প্রচুর আঘাতের চিহ্ণ পাওয়া গিয়েছে। মাথাতেও আগাত লেগেছে। পুলিশ জানিয়েছে, সে পরপর কন্যাসন্তানের জন্ম দেয়। তারপর থেকেই শ্বশুরবাড়িতে তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার করত স্বামী বসির শেখ ও শ্বশুরবাড়ির লোকজন। শুক্রবার রাতেও অত্যাচার চলে মাসকুয়া বিবির উপর। এদিন স্বামীর সঙ্গে হাত মেলান শ্বশুর শামসের শেখও।।স্থানীয় এক বাসিন্দার কথায়, গতকাল রাতে অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল। প্রথমে মাসকুয়া বিবিকে মারধর করা হয়। পরে গুপ্তি (ধারালো ছুরি) দিয়ে কুপিয়ে খুন করেন শ্বশুরবাড়ির সদস্যরা।

মৃত মাসকুয়া বিবির পরিবার পুলিশের কাছে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনার পরই স্বামী ও শ্বশুর পলাতক।

No comments:

Post a Comment