Saturday, April 26, 2014

'গৈরিক' ভাই, দুঃখিত মনমোহন

'গৈরিক' ভাই, দুঃখিত মনমোহন

manmohan-daljeet
এই সময় ডিজিটাল ডেস্ক: ভাইয়ের বিজেপি-তে সামিল হওয়ার প্রসঙ্গে শনিবার মুখ খুললেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। জানালেন, দুঃখ পেলেও, ভাইয়ের সিদ্ধান্তে তিনি হস্তক্ষেপ করতে পারেন না। এদিন তিনি বলেন, 'আমি খুব দুঃখিত। কিন্তু তাঁদের ওপর আমার কোনও নিয়ন্ত্রণ নেই। তাঁরা প্রাপ্তবয়স্ক।'

অস্বস্তি সত্ত্বেও, ইউপিএ সরকারের ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী মনমোহন সিং বলেন, 'ইউপিএ-৩ সরকার গঠন অসম্ভব কিছু নয়।' শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন মনমোহন সিং।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সত্‍‌ভাই দলজীত সিংয়ের বিজেপি-তে সামিল হওয়ায় অস্বস্তিতে পড়ে কংগ্রেস। মনমোহন সিংয়ের ভাইপো মনদীপ সিংয়ের অভিযোগ, দলজীত সিংয়ের সঙ্গে বিজেপি কোনও ডিল করেছে।

একটি সংবাদমাধ্যমে মনদীপ সিং কোহলি জানান, বিজেপি দলজীতকে কত টাকা দিয়েছে, তা তিনি জানেন না। তবে দলজীতের সঙ্গে ডিল পাকা হয়েছে বলে দাবি মনদীপের। তিনি আরও জানান, বিজেপি-র তরফে তাঁকে এবং তাঁর আত্মীয়দেরও প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তাঁরা রাজি হননি।

কাকার বিজেপি-তে সামিল হওয়ায় মনদীপ খুবই ক্ষুব্ধ। বলেন, বিজেপি-তে সামিল হওয়ার সঙ্গেই সঙ্গেই কাকার সঙ্গে তাঁর সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। মনদীপ বলেন, 'মনমোহন সিংয়ের সঙ্গে দলজীতের ভালো সম্পর্ক ছিল। বিজেপি খুব খারাপ কাজ করেছে।'

উল্লেখ্য, শুক্রবার অমৃতসরের একটি জনসভায় বিজেপি-র সদস্যপদ গ্রহণ করেন দলজীত সিং কোহলি।

No comments:

Post a Comment